নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী(আংশিক) এর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে এলাকায় নৌকা জয় লাভ করবে না,সেই এলাকাকে ‘উন্নয়ন মূলক কাজ থেকে বঞ্চিত করার হুমকি দিয়েছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আংশিক আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম।
আজ সকালে এমপি ইব্রাহীমের এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ছড়িয়ে পড়লে,তা মূহুর্তের মধ্যেই মধ্যে ভাইরাল হয়ে যায় । এমপি ইব্রাহীমের এমন বক্তব্য জনসম্মুখে আসার পর থেকে প্রার্থী এবং নির্বাচনী মাঠে তোলপাড় শুরু হয়ে যায় ।
ভাইরাল হওয়া ভিডিওতে এমপি ইব্রাহীম বলেন,বড় বড় নেতা বাইর হইছে,আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে কুত্তার (কুকুরের) মতো রাস্তায় ধরে ধরে পিটাইবো। আমি চাটখিল-সোনাইমুড়ী আংশিক এর এমপি,আমার নির্বাচনী এলাকায় যদি নৌকা জয়লাভ না করে তাহলে আর কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমি কখনোই অংশগ্রহণ করবো না।
স্থানীয় নেতা কর্মীদের সাথে কথা বলে জানা যায়,মঙ্গলবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এক কর্মীসভায় সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম এসব কথা বলেন।
ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে জানতে চাইলে সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম সকালে বলেন,এরকম একটি ভিডিওটি ফেসবুকে প্রকাশ হয়েছে শুনেছি,কিন্তু আমি এখনো দেখিনি। আমি ফেসবুক চালাই না । আমি যদিও এমন বক্তব্য দিয়ে থাকি,তাহলে এটি আমাদের একান্ত ঘরোয়া বৈঠকে দেওয়া বক্তব্য।
দলের নেতাকর্মীদের চাঁঙ্গা রাখতে,নৌকা কে জিতাতে এবং শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে এ ধরনের বক্তব্য আমি দিতেই পারি। এটা আমার ব্যক্তিগত মতামত, ভাইরাল হওয়া ভিডিও নিয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না।
উল্লেখ্য,মোহাম্মদপুর ইউনিয়নে নৌকার প্রার্থী মোঃ শহিদ উল্যাহর বিরুদ্ধে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন পাঁচজন। বিদ্রোহী হওয়া প্রার্থীরা হলেনঃ মাসুদ রানা, মোঃ জাকির হোসেন,বোরহান উদ্দিন রাব্বানী,মোঃ মেহেদী হাসান ও শামছুল আলম।
পঞ্চম ধাপে আগামী ৫ই জানুয়ারি চাটখিলের ৯ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে । এখানে প্রত্যেক ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
পাশাপাশি সোনাইমুড়ী উপজেলায়ও ৫ই জানুয়ারি ১০ টি ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগের ৩১ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বলে জানা গেছে।