মঙ্গলবার সকাল ১০ টায় নোয়াখালীর কবিরহাট উপজেলায় অবস্থিত আনিসুল হক নবারুণ একাডেমির শিক্ষক,ছাত্র-ছাত্রী,অভিভাবক ও এলাকার সম্মানিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের বড় ছেলে নাভিদুল হকের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় আনিসুল হক নবারুণ একাডেমিতে অধ্যায়নরত সকল শ্রেণীর ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক গণ নিজেদের স্বাধীন মতামত প্রদান করেন।
ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের সাথে মতবিনিময় কালে আনিসুল হক নবারুণ একাডেমির সভাপতি জনাব নাভিদুল হক,ছাত্র-ছাত্রীসহ তাদের অভিভাবক ও শিক্ষকদের মুখে আনিসুল হক নবারুণ একাডেমির কিছু আসবাবপত্র ও কোমলমতি শিক্ষার্থীদের খেলার মাঠের প্রয়োজনের কথা শুনেই,সাথে সাথে প্রয়োজনীয় সব আসবাবপত্র এবং আনিসুল হক নবারুণ একাডেমির সামনে অবস্থিত খেলার মাঠটি নতুন করে সংস্কার করে দেওয়ার জন্য অতি দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশ্বাস প্রদান করেন।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের ভাই,বাংলাদেশ সেনা বাহিনীর সাবেক সেনা প্রধান জনাব আবু বেলাল মোঃ সফিউল হক।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সেনা প্রধান আবু বেলাল মোঃ সফিউল হক বলেন,আমি আনিসুল হক নবারুণ একাডেমির শিক্ষকদের জন্য দুইটা নতুন কম্পিউটার ও বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে একটি বড় প্রজেক্টেরের ব্যবস্থা করে দিবো।
তিনি বক্তব্য প্রদান কালে আরো জানান যে,আমার বড় ভাই,ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের নামে আমরা এই আনিসুল হক নবারুণ একাডেমিতে আনিসুল হক শিক্ষা বৃত্তি এবং আমাদের গর্ব ধারিণী মায়ের নামে রৌশন আরা শিক্ষা বৃত্তি চালু করবো ইনশাআল্লাহ ।