হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ‘গ্রীন ভয়েস’ ও উক্ত সংগঠনের নারী ও শিশু বিষয়ক অঙ্গসংগঠন ‘বহ্নিশিখা’র আয়োজনে আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ মার্চ) গ্রীন ভয়েস ও বহ্নিশিখা’র হাবিপ্রবি শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের এর আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ‘আরমান হোটেল’র নারী উদ্যোক্তা আফরোজাকে সম্মাননা প্রদান করা হয়।
এসময় গ্রীন ভয়েস’র সভাপতি উম্মে আজমেরি কণা বলেন, আজকে আমরা নারী উদ্যোক্তা আফরোজা আপুকে সম্মাননা প্রদান করেছি। যিনি নারীর শক্তি ও উদ্যোগের প্রতীক হয়ে উঠেছেন। তিনি প্রমাণ করেছেন যে সাহস, আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম থাকলে কোনো বাধাই অসম্ভব নয়—সব প্রতিবন্ধকতা জয় করা সম্ভব। তাঁর উদ্যোগ শুধু নিজের জীবনের উন্নয়নেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের পিছিয়ে পড়া নারীদের জন্যও এক নতুন আশার আলো দেখিয়েছে।
সংগঠনটির সবুজ যোদ্ধারা বলেন, গ্রীন ভয়েস ও বহ্নিশিখার পক্ষ থেকে আমরা আফরোজা আপুর এই অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাঁর এই সাফল্যের পথচলা আরও সুদূরপ্রসারী হোক, এই কামনা করি।
এ জাতীয় আরো খবর..