করোনা পরিস্থিতি মোকাবিলা করতে ও মানুষের চিকিৎসার কল্যাণের ব্যবহারের জন্য ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনকে অক্সিজেন সিলিন্ডার দিলেন ঠাকুরগাও পৌরসভার প্যানেল মেয়র, ওর্য়াড কাউন্সিলর ও চেম্বারের পরিচালক সুদাম সরকার। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মাহবুবুর রহমানের কাছে ৮টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার হস্তান্তর করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রামকৃষ্ণ বর্মণ, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, প্যানেল মেয়র আবদুল কাইয়ুম চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ৷ এসময় ঠাকুরগাঁও পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুদাম সরকার ঠাকুরগাঁও জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতিরও দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগেও করোনা কালীন সময়ে বিভিন্ন সময় অনেক অসহায়, দুস্থ ও দরিদ্রসহ অসংখ্য মানুষকে সহযোগিতা করেছেন।
এ জাতীয় আরো খবর..