গেল কয়েক দিনের টানা বৃষ্টিপাতে ভেসে গেছে খুলনায় ৭ উপজেলার হাজার হাজার বিঘা মাছের ঘের ও পুকুর । এতে সাদা মাছ ,চিংড়ি ও পোনা সহ মৎস্য খাতে ক্ষতি হয়েছে ২শ ৬২ কোটি ৪৩ লাখ টাকা।
সব চেয়ে বেশী ক্ষতির মুখে পড়েছে ডুমুরিয়া উপজেলার চাষীরা। মাছ ভেসে যাওয়ায় একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে মালিকরা। জেলা মৎস্য অধিদপ্তর বলছে, ক্ষতিগ্রস্থ চাষীদের সরকারী ভাবে সহযোগীর চেষ্টা করা হচ্ছে।
কয়েক দিনের অতিবর্ষনে খুলনা ৯ উপজেলার মধ্যে ৭ উপজেলার হাজার হাজার বিঘার মাছের ঘের ও পুকুরে স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট পানি বৃদ্ধিপায়। এই বৃষ্টির কারনে উপজেলার ৫৩টি ইউনিয়ন পানিবন্দি হয়ে পড়ে। ফলে পানিতে তলিয়ে যায় এলাকার ৪ হাজার ৪টি পুকুর ও খামার এবং ২৯ হাজার ৬শ ৪৭টি ঘের । এতে ৯ হাজার ৫শ ৯৫ মেঃটন সাদা মাছ, ১৩ হাজার ১শ ২৮ মেঃটন চিংড়ি ও ৩শ ৪৭ লাখ পোনা ভেষে যায়।
এই দূর্য়োগে খুলনায় সব চেয়ে বেশী ক্ষতি হয়েছে ডুমুরিয়া উপজেলাবাসীর। ১৪টি ইউনিয়নের ২ হাজার ৫শ পুকুর ও খামার এবং ২৪ হাজার ৫শ ঘের পানিতে তলিয়ে যায়।
জেলার ৭ উপজেলায় মৎস্য খাতে ক্ষতির পরিমান ২শ ৬২ কোটি ৪৩ লাখ টাকা। ধার দেনা করে, আবার কেউ সমিতি থেকে টাকা তুলে ঘেরে মাছ ছেড়ে ছিলো একটু লাভের আসায়। মাছের ঘের ভেসে যাওয়ায় এখন তারা নিঃস্ব হয়ে পড়েছে।
চাষীরা ক্ষতি কাটিয়ে কতটুকু ঘুরে দাড়াতে পারবেন , সেই আংশকা করছেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল।প্রতিটি উপজেলায় ক্ষতিগ্রস্ত চাষীদের তথ্য সংগ্রহ করে মৎস্য অধিদপ্তরে প্রেরন করা হয়েছে। এছাড়া তাদের সরকারী ভাবে সহযোগীর চেষ্টাও করা হচ্ছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা।
টানা বর্ষার কারনে ক্ষতি পুষিয়ে উঠতে অনেক দুর্ভোগ পোহাতে হবে মৎস্য চাষীদের। সরকারের পক্ষ থেকে সঠিক পৃষ্ঠপোষকতা দিয়ে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হলে, আবারও তারা মাথা তুলে দাঁড়াতে পারবেন, এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর।