ঝালকাঠিতে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় স্থানীয় প্রেসক্লাব এর দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্ধোধন করেছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য, অতিরিক্ত মহাসচিব ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক কমিটির আহবায়ক, নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেল।
সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত থেকে বক্তৃতা করেছেন, পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, বরিশাল জেলা শাখার আহবায়ক এবং বিভাগীয় সাংগঠনিক কমিটির সদস্য অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ফকরুল আহসান শাহজাদা, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল হোসেন তাপস।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এম এ কুদ্দুস খান। জাতীয় পার্টি ঝালকাঠি জেলা এবং সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্বা এডভোকেট আনোয়ার হোসেন আনু সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন। অনুষ্ঠানের শুরুতেই লিখিত সাংগঠনিক রিপোর্ট পাঠ করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহবুবুর রহমান।
বক্তব্য দিয়েছেন, কাঠালীয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জাকির হোসেন মজনু, রাজাপুর উপজেলা শাখার সভাপতি কামরুল ইসলাম দুলাল, নলছিটি উপজেলা শাখার সভাপতি আব্দুল জলিল গাজী, নলছিটি পৌর শাখার সভাপতি লিয়াকত হোসেন লিকু, ঝালকাঠি সদর উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, জেলা শাখার যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল আলিম।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন পার্টির বরিশাল শাখার যুগ্ম আহবায়ক কামরুজ্জামান চৌধূরী কামাল, ঝালকাঠি সদর উপজেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম রহমান পারভেজ, পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম
সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। সম্মেলনটি সঞ্চালনা করেছেন পার্টির ঝালকাঠি পৌর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আবু শহীদ।
সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি আগামী দুই বছরের জন্য জেলা শাখার নতুন কমিটি ঘোষনা করেন। এতে বীর মুক্তিযোদ্বা এডভোকেট আনোয়ার হোসেন আনুকে সভাপতি এবং এডভোকেট আব্দুল আলিমকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষনা করা হয়।
একইসাথে আগামী ৭ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানানো হয়।