বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সি,পি,বি) ঝালকাঠি জেলা সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির দশম জেলা সম্মেলন উপলক্ষে শনিবার বেলা ১১ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেছেন সি,পি,বি কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক।
পরে স্থানীয় প্রেসক্লাব চত্বর থেকে একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিছিলটি শেষ করা হয়। মিছিল শেষে গনসঙ্গীত পরিবেশন করে অনির্বান শিল্পীগোষ্ঠি।
কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সদস্য স্বপন কুমার সেন গুপ্ত এই সম্মেলনের সভাপতিত্ব করেছেন সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সি,পি,বি কেন্দ্রীয় কমিটির সংগঠক কমরেড মোতালেব মোল্লা, সি,পি,বি বরিশাল জেলা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, সংগঠনের ঝালকাঠি জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরিসহ অনেকে।
বক্তারা ভাত-কাপড়ের আন্দোলনে সকলকে এক হতে আহবান জানান। তারা আরো বলেন, স্বাধীনতার পর ৫০বছর পেরিয়ে গেলেও কৃষকরা আজো ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেনা। দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো, সমাজতন্ত্রের লক্ষ্যে বিল্পবী গণতান্ত্রিক পরিবর্তনের সংগ্রাম জোরদার করো এই স্লোগান দেন দলটির নেতা কর্মীরা।
সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী চার বছরের জন্য জেলা কমিটি ঘোষনা হওয়ার কথা রয়েছে।