পটুয়াখালীতে কোভিড-১৯ প্রতিরোধ, ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদার করন কড়মসূচীর আওতায় স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিস্ট বিভাগসমূহের সাথে জেলা পর্যায়ে টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগস্ট মঙ্গলবার বিকাল ৪ টায় সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবন হল রুমে সুশাসনের জন্য নাগরিক সুজন পটুয়াখালী জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানস দত্তের সভাপতিত্বে ও করোনা প্রতিরোধ প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর দীলিপ কুমার সরকারের সঞ্চালনায় টাউনহল মিটিং-এ প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ কবির হাসান।
এছাড়াও কোভিড-১৯ প্রতিরোধ ; ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদার করন কর্মমসূচীর লক্ষ্য, উদ্দেশ্য এবং করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন দি-হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ এর বরিশাল বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা।