শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা : ৪০ জনের বিরুদ্ধে মামলা বাউফলে পরকীয়া সন্দেহে শিক্ষক স্ত্রীকে জবাই করে হত্যা বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু বরিশালে পারিবারিক বিরোধে রক্তাক্ত প্রতিশোধ, কুপিয়ে হত্যা গ্রাহকদের কোটি টাকা নিয়ে পালিয়েছে কর্মকর্তা স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বরিশালে অবস্থান কর্মসূচি রৌমারীতে তিন জনকে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার বাউফলে ব্রিজের সাথে বাল্কহেডের ধাক্কাঃ শরীর থেকে মাথা বিচ্ছিন্ন শ্রমিকের পুত্রকে পিটিয়ে হত্যা করে পিতামাতার আত্মসমর্পণ ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাওয়ার পথে অস্ত্র ঠেকিয়ে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ছিনতাই

জন্ম নিবন্ধনের নামে অধিক অর্থ গ্রহন করায় সায়েস্তাবাদের ইউপি চেয়ারম্যান মুন্নার বিরুদ্ধে ইউএওর কাছে লিখিত অভিযোগ

আরিফুল ইসলাম, বরিশাল
  • আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৫০০ বার

এবার অভিযোগের তীর মাথায় নিয়েই হয়তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচন করতে হবে সদর উপজেলা ৪ নং সায়েস্তাবাদ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্নার। ইতি মধ্যে সরাসরি তার নামে জন্ম নিবন্ধনের নামে ৩‘শ টাকা করে গ্রহনের দূণীতির অভিযোগ এনে বরিশাল সদরের ইউএনওর নিকট লিখিত অভিযোগ দিয়েছে ওই ইউপির ইউনুছ নামের এক ভূক্তভোগী।

ইউএনওর বরাবর গত ২ অক্টোবর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. মুনসুর আলীর কাছে অভিযোগ পত্রটি দাখিল করেন তিনি। যদিও ওই অভিযোগে বর্তমানে জোড়ালো ভাবে তদন্ত কাজ চলছে বলেও দপ্তরটির সূত্র নিশ্চিত করেছেন।

ঘটনা সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের সকল কাজের সচ্ছতার লক্ষে দেশের সাধারণ মানুষের ভোটার আইডি কার্ডের পাশাপাশি জন্ম নিবন্ধন করাও বাধ্যতামুলক করেছে। একই সাথে বর্তমানে যে সকল শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও তাদেরও জন্ম নিবন্ধনের আওতায় আসতে হবে।

সেই হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধন শাখা গুলোতে উপচে পড়া ভীড়। আর এই সুযোগটিই গ্রহণ করছেন কিছু অসাধু ইউনিয়ন চেয়ারম্যান ও সচিবরা।

এমনই একটি ঘটনার সৃস্টি হয়েছে বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নে। এমন অভিযোগের ভিত্তিতে জানা গেছে, জন্ম নিবন্ধন করতে হলে লাগবে ৩শ থেকে ৫শ টাকা।

আর ভূল সংশোধনের জন্য হাজার টাকার উপরে দাবি করে। তাও আবার অনেক সময় করেনা নিজেদের ক্ষমতার জোরে।

প্রতিটি জন্ম নিবন্ধনের জন্য ৩শ টাকা নেয়ার বিষয় এলাকার একাধিক মানুষ প্রতিবাদ করলেও ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্নার খামখেয়ালী পনার কারনে সবাই অসহায়।

আর সচিব আরিফুর রহমান বিষয়টি নিয়ে সব সময়ই এড়িয়ে যান। এবিষয় কথা হয় বিএম কলেজে পড়–য়া এক ছাত্রের সাথে তিনি বলেন, ভাই ছাত্র হলেও ৩‘শ টাকা করে দিতে হবে। কমের কথা বললে এক কথায় বলে হবেনা। বিষয়টি মুন্না চেয়ারম্যান ও সচিবের যোগসাজগে করা হয়।

সুলতান নামের এক বয়স্ক লোক বলেন, সরকার জন্ম নিবন্ধন ফ্রি করছে এমনটা শুনলেও পরিষদে এসে দেখি ৩শ টাকা লাগবে। টাকা নেই তাই চলে যাচ্ছি যখন টাকা হবে তখন জন্ম নিবন্ধন করবো।

জানা গেছে, বাজারের সামনে স্বপনের অনলাইন দোকান থেকে জন্ম নিবন্ধনের ফরম কিনতে হয় ১শ টাকা দিয়ে এর পরে পরিষদে গিয়ে দিতে হয় আরো ৩শ টাকা মানে সর্বনি¤œভাবে জন্ম নিবন্ধন করতে হলে লাগবে ৪শ টাকা। বাজারের দোকানদার পলাশ নামের এক জন অভিযোগ করে বলেন, তার ছেলের জন্য জন্ম নিরবন্ধন করাতে গেলে ৩শ টাকা দাবি করে। ওই টাকা দেয়ার পরও জন্ম নিবন্ধনে ভূল করে অফিসের লোকরা। কিন্তু সেই ভূলের মাসুল দিতে হচ্ছে তাকে। কারন ভূল সংশোধনের জন্য টাকার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাকে।

ঘূরে জানাগেছে, ওই এলাকায় এরকম কয়েক হাজার প্রমান রয়েছে যারা সবাই ৩শ টাকা, ৪শ টাকা থেকে শুরু করে কয়েকগুনে টাকা গ্রহন করেছে। হাজার হাজার প্রমান এসে দাড়ায় এই প্রতিবেদকের কাছে।

পরবর্তীতে জন্ম নিবন্ধন যেখানে করা হয় সেখানে বসে থাকলে এই প্রতিবেদকের সামনেই নেয়া হয় ৩শ টাকা করে। বেশ কয়েকটি জন্ম নিবন্ধন ফরম ৩শ টাকা করে গ্রহণ করে দায়িত্বে থাকা হেমায়েত।

এবিষয় কথা হয় ডিজিটাল সেন্টারের হেমায়েতের কাছে টাকা গস্খহনের বিষয় জানতে চাইলে তিনি স্বীকার করে বলেন, সরকার আমাকে বেতন দেয়না তাই সবার কাছ থেকেই ৩শ টাকা করে নিতে হচ্ছে।

আর ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না বলেন, এতো টাকা নেয়ার এক মাত্র কারণ অনেকেই পানির বিল দেয়না। সেই টাকার ঘাটতি থাকে। এয়াড়াও পরিষদ চালাতে হলে কিছু খরচ থাকে তাই ৩শ টাকা করে নির্ধারণ করা হয়েছে। তিনি আরো বলেন, এই এলাকার অনেকেই রয়েছে যারা পানির বিল বকেয়া রাখে। বকেয়া টাকা কখনোই পরিশোধ হয় কিনা এমন প্রশ্ন করলে তিনি বলেন, কম বেশি হয় তবে পুরোপুরি নয়। তার পরেও এই বাড়তি টাকা গ্রহনের কোন সঠিক উত্তর দিতে পারেনী অভিযুক্ত চেয়ারম্যান আরিফুরজ্জান মুন্না।

এবিষয় সদরের প্রশাসনিক কর্মকর্তা মো. মুনসুর আলী বলেন, অভিযোগের বিষয় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ইউএনও সাহেব ব্যবসা নিবেন।

ছুটিতে থাকা সদরের ইউএনও মো. মুনিবুর রহমান মুঠোফেনে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।এবার অভিযোগের তীর মাথায় নিয়েই হয়তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচন করতে হবে সদর উপজেলা ৪ নং সায়েস্তাবাদ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্নার। ইতি মধ্যে সরাসরি তার নামে দূণীতির অভিযোগ এনে বরিশাল সদরের ইউএনওর নিকট লিখিত অভিযোগ দিয়েছে ওই ইউপির ইউনুছ নামের এক ভূক্তভোগী।

ইউএনওর বরাবর গত ২ অক্টোবর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. মুনসুর আলীর কাছে অভিযোগ পত্রটি দাখিল করেন তিনি। যদিও ওই অভিযোগে বর্তমানে জোড়ালো ভাবে তদন্ত কাজ চলছে বলেও দপ্তরটির সূত্র নিশ্চিত করেছেন।

ঘটনা সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের সকল কাজের সচ্ছতার লক্ষে দেশের সাধারণ মানুষের ভোটার আইডি কার্ডের পাশাপাশি জন্ম নিবন্ধন করাও বাধ্যতামুলক করেছে। একই সাথে বর্তমানে যে সকল শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও তাদেরও জন্ম নিবন্ধনের আওতায় আসতে হবে।

সেই হিসেবে ইউনিয়ন পরেষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধন শাখা গুলোতে উপচে পড়া ভীড়। আর এই সুযোগটিই গ্রহণ করছেন কিছু অসাধু ইউনিয়ন চেয়ারম্যান ও সচিবরা।

এমনই একটি ঘটনার সৃস্টি হয়েছে বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নে। এমন অভিযোগের ভিত্তিতে জানা গেছে, জন্ম নিবন্ধন করতে হলে লাগবে ৩শ থেকে ৫শ টাকা।

আর ভূল সংশোধনের জন্য হাজার টাকার উপরে দাবি করে। তাও আবার অনেক সময় করেনা নিজেদের ক্ষমতার জোরে।

প্রতিটি জন্ম নিবন্ধনের জন্য ৩শ টাকা নেয়ার বিষয় এলাকার একাধিক মানুষ প্রতিবাদ করলেও ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্নার খামখেয়ালী পনার কারনে সবাই অসহায়।

আর সচিব আরিফুর রহমান বিষয়টি নিয়ে সব সময়ই এড়িয়ে যান। এবিষয় কথা হয় বিএম কলেজে পড়–য়া এক ছাত্রের সাথে তিনি বলেন, ভাই ছাত্র হলেও ৩‘শ টাকা করে দিতে হবে। কমের কথা বললে এক কথায় বলে হবেনা। বিষয়টি মুন্না চেয়ারম্যান ও সচিবের যোগসাজগে করা হয়।

সুলতান নামের এক বয়স্ক লোক বলেন, সরকার জন্ম নিবন্ধন ফ্রি করছে এমনটা শুনলেও পরিষদে এসে দেখি ৩শ টাকা লাগবে। টাকা নেই তাই চলে যাচ্ছি যখন টাকা হবে তখন জন্ম নিবন্ধন করবো।

জানা গেছে, বাজারের সামনে স্বপনের অনলাইন দোকান থেকে জন্ম নিবন্ধনের ফরম কিনতে হয় ১শ টাকা দিয়ে এর পরে পরিষদে গিয়ে দিতে হয় আরো ৩শ টাকা মানে সর্বনি¤œভাবে জন্ম নিবন্ধন করতে হলে লাগবে ৪শ টাকা। বাজারের দোকানদার পলাশ নামের এক জন অভিযোগ করে বলেন, তার ছেলের জন্য জন্ম নিরবন্ধন করাতে গেলে ৩শ টাকা দাবি করে। ওই টাকা দেয়ার পরও জন্ম নিবন্ধনে ভূল করে অফিসের লোকরা। কিন্তু সেই ভূলের মাসুল দিতে হচ্ছে তাকে। কারন ভূল সংশোধনের জন্য টাকার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাকে।

ঘূরে জানাগেছে, ওই এলাকায় এরকম কয়েক হাজার প্রমান রয়েছে যারা সবাই ৩শ টাকা, ৪শ টাকা থেকে শুরু করে কয়েকগুনে টাকা গ্রহন করেছে। হাজার হাজার প্রমান এসে দাড়ায় এই প্রতিবেদকের কাছে।

পরবর্তীতে জন্ম নিবন্ধন যেখানে করা হয় সেখানে বসে থাকলে এই প্রতিবেদকের সামনেই নেয়া হয় ৩শ টাকা করে। বেশ কয়েকটি জন্ম নিবন্ধন ফরম ৩শ টাকা করে গ্রহণ করে দায়িত্বে থাকা হেমায়েত।

এবিষয় কথা হয় ডিজিটাল সেন্টারের হেমায়েতের কাছে টাকা গস্খহনের বিষয় জানতে চাইলে তিনি স্বীকার করে বলেন, সরকার আমাকে বেতন দেয়না তাই সবার কাছ থেকেই ৩শ টাকা করে নিতে হচ্ছে।

আর ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না বলেন, এতো টাকা নেয়ার এক মাত্র কারণ অনেকেই পানির বিল দেয়না। সেই টাকার ঘাটতি থাকে। এয়াড়াও পরিষদ চালাতে হলে কিছু খরচ থাকে তাই ৩শ টাকা করে নির্ধারণ করা হয়েছে। তিনি আরো বলেন, এই এলাকার অনেকেই রয়েছে যারা পানির বিল বকেয়া রাখে। বকেয়া টাকা কখনোই পরিশোধ হয় কিনা এমন প্রশ্ন করলে তিনি বলেন, কম বেশি হয় তবে পুরোপুরি নয়। তার পরেও এই বাড়তি টাকা গ্রহনের কোন সঠিক উত্তর দিতে পারেনী অভিযুক্ত চেয়ারম্যান আরিফুরজ্জান মুন্না।

এবিষয় সদরের প্রশাসনিক কর্মকর্তা মো. মুনসুর আলী বলেন, অভিযোগের বিষয় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ইউএনও সাহেব ব্যবসা নিবেন।

ছুটিতে থাকা সদরের ইউএনও মো. মুনিবুর রহমান মুঠোফেনে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

One thought on "জন্ম নিবন্ধনের নামে অধিক অর্থ গ্রহন করায় সায়েস্তাবাদের ইউপি চেয়ারম্যান মুন্নার বিরুদ্ধে ইউএওর কাছে লিখিত অভিযোগ"

  1. স্বপন says:

    ‘জানা গেছে, বাজারের সামনে স্বপনের অনলাইন দোকান থেকে জন্ম নিবন্ধনের ফরম কিনতে হয় ১শ টাকা দিয়ে এর পরে পরিষদে গিয়ে দিতে হয় ”
    এই দোকান থেকে ফরম বিক্রয় করা হয়না। এখানে অনলাইনে ফরম পূরন করা হয়। যান ফি হিসাবে 100 টাকা নেয়া হয়।

Leave a Reply to স্বপন Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com