র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প গোয়েন্দা তথ্যের চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন নিউ মার্কেটের ০১ নং গেইটের সামনে অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা ৩০ কেজি এবং মাইক্রোবাস-১টি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
সোমবার(৮ আগষ্ট) সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার দারিয়াপুর এলাকায় মাদকবহনকারী গাড়িটিকে সনাক্ত করে চেক পোস্ট স্থাপন করলে গাড়িটি অতি দ্রুত গতিতে চেক পোস্ট ভেঙ্গে চলে যায়।
পরবর্তীতে অপারেশন টিম উক্ত গাড়িটিকে ধাওয়া করে চাঁপাইনবাবগঞ্জ জেলার নিউ মার্কেটের ১নং গেইটের সামনে হতে আসামী বিহীন অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি সাধারণ ডায়েরী প্রক্রিয়াধীন রয়েছে।