চাঁদপুরে ২০১৯ সালে হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় প্রায় এক বছর চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাদার।
দীর্ঘ চার বছর পর বিচারের দাবিতে তার ছেলে মোহাম্মদ আবু তালেব জমাদার বাদী হয়ে একটি হত্যার মামলা করেন চাঁদপুর আমলী আদালতে। মামলায় তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারীসহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয় আরো ৪০ থেকে ৫০ জনকে।
নিহত মোতালেব জমাদারের ছেলে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে স্থানীয় প্রভাবের কারণে থানায় মামলা নেয়নি পুলিশ। আদালতে মামলা করতে চাইলে নানা রকম বাঁধার মুখে পরতে হয়েছে বলে জানান তিনি।