গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দুপুরে মহানগর ছাত্রলীগের আয়োজনে শহরের শহীদ বরকত স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্র লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ রানা এরশাদ,সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী আশরাফ রকিব, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মিনহাজুল আবেদীন মাছুম,গাজীপুর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ গাজীপুর মহানগর ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..