“জুলাই সনদ ঘোষণা, খুনিদের বিচার এবং কাঠামোগত সংস্কার না হওয়া পর্যন্ত দেশে কোনও নির্বাচন মেনে নেওয়া হবে না”—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১০ জুলাই) নড়াইলের পুরোনো টার্মিনাল মুক্তমঞ্চে এনসিপির জুলাই পদযাত্রা শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই আন্দোলন এখনো শেষ হয়নি। জনগণের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আগে খুনিদের বিচার ও রাজনৈতিক সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন নিয়ে আলোচনা হবে। এর ব্যতিক্রম হলে গণ-আন্দোলন আরও বেগবান হবে।”
তিনি আরও বলেন, “অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। আমরা আগামী ৫ আগস্টের মধ্যে এই সনদের বাস্তবায়ন চাই। এ লক্ষ্যে ৩ আগস্ট ঢাকায় এক বৃহৎ সমাবেশের আয়োজন করা হয়েছে।”
এর আগে, ১০জুলাই মাগুরা থেকে যাত্রা শুরু করে এনসিপির পদযাত্রাটি বিভিন্ন পথ অতিক্রম করে নড়াইলে বিকাল পাচটায় এসে পৌঁছায়। মাগুরা শহর প্রদক্ষিণের পর পদযাত্রাটি নড়াইলে এসে শেষ হয় এবং সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নড়াইলে সমাবেশে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা—সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, সামান্তা শারমিন, তাসনীম জারা প্রমুখ।
পথ সভা শেষে যশোরের উদ্দেশে রওনা হন।
Your audience, your profits—become an affiliate today! https://shorturl.fm/T20tR