শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন

কাশিপুরে ব্যাংক কর্মকর্তা হত্যার ঘটনায় আরো একজন আটক

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৫ বার

বরিশালে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মনজুর মোর্শেদ হত্যাকাণ্ডের ঘটনায় আরো ১জন ডাকাতকে আটক করেছেন বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ওসি) মোস্তাফিজুর রহমান।

 

আটককৃত অহিদুল মীরা পটুয়াখালীর বল্লভপুরের কালিকাপুর ইউনিয়নে আঃকাদের মীরার ছেলে। সূত্রে জানাযায়, ডিবি পুলিশের একটি চৌকস টিম গতকাল (২৪শে সেপ্টেম্বর) পটুয়াখালী থেকে ডাকাত দলের অন্যতম সদস্য অহিদুল মীরাকে আটক করেন।

 

পরে তাকে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় নিয়ে আসেন। গোয়েন্দা ডিবি পুলিশের ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, গত ১১ আগস্ট নগরীর কাশিপুরের চহঠা এলাকায় ব্যাংক কর্মকর্তা মনজুর মোর্শেদকে নিজ বাড়িতে হত্যা করা হয় এবং তার বাড়িতে চুরি করা হয়।

 

পরে ডাকাতি ও হত্যাকান্ডের ঘটনায় এয়ারপোর্ট থানায় অজ্ঞাতনামা আসামী করে নিহতর পরিবার মামলা দায়ের করেন। যাহার মামলা নং ৮। সেই মামলার সূত্র ধরে ডিবি পুলিশের ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান তার সঙ্গীয়ফোর্স সাথে নিয়ে অনুসন্ধান করেন।

 

পরর্বতীতে গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে দুটি ঘটনায় একই ব্যক্তিরা জড়িত। পরবর্তীতে নগরীর শের ই বাংলা সড়ক থেকে সাকিব ও আলমগীর হাওলাদারকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পটুয়াখালী জেলা থেকে জামাল নামে হত্যাকাণ্ডে জড়িত অপর এক আসামিকেসহ তিনজনতে গ্রেপ্তার করা হয়।

 

এছাড়াও আটককৃতদের তাদের জিজ্ঞাসাবাদের তথ্যমতে ডাকাত দলের অন্যতম সদস্য অহিদুল মীরাকে গতকাল ২৪শে সেপ্টেম্বর পটুয়াখালী থেকে তাকে আটক করা হয়। তাছাড়া আটককৃত অহিদুল মীরাসহ হত্যাকান্ডের ঘটনায় চারজনই আদালতে ১৬৪ ধারা জবানবন্দি স্বীকারোক্তি দিয়েছে।

 

তিনি আরো জানিয়েছেন, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তারা পেশাদার ডাকাত। আটককৃত চারজন এবং তাদের দলের অন্যান্য সদস্যরা মিলে বরিশালে পৃথক ওই ঘটনা ঘটিয়েছিল বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com