গাজীপুরের কালিয়াকৈরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২১অক্টোবর) দুপুরে উপজেলার লতিফপুর ও কালিয়াকৈর বাজার এলাকায় এ অভিযান করা হয়। লাইসেন্সবিহীন, নোংরা পরিবেশে খাদ্য তৈরি, মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করার দায়ে এ জরিমানা করা হয়।
সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ নিয়মিত বাজার তদারকি অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, উপজেলার লতিফপুর এলাকায় বিসমিল্লাহ জমজম বেকারির, লাইসেন্স বিহীন, খাদ্যের উৎপাদন তারিখ না থাকায় এবং অসাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর কালিয়াকৈর বাজার রোড অর্চনা স্টোর লাইসেন্স না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রি করার দায়ী ৩০ হাজার টাকা সর্বমোট দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবেন বলে তিনি জানান।