গাজীপুরের কালিয়াকৈরে চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২অক্টোবর) রাতে উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চালকের নাম আব্দুল রহমান লিটন(৪৮)। তিনি ওই ইউনিয়নের মেদীআশুলাই গ্রামের শহীদুর রহমানের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে অটোরিকশাচালক আব্দুল রহমান লিটন তারঁ ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে কাঞ্চনপুর বাজার থেকে ৩ থেকে ৪ জন লোক যাত্রীবেশে কালিয়াকৈর যাবার জন্য ওই অটোরিকশা ভাড়া করে।
পরে মেদী আশুলাই বাজার পার হয়ে যাওয়ার পর কালিয়াকৈর টু ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের নামাশুলাই(কায়েম মোল্লা মোড়) একটি ফাঁকা জায়গায় পৌঁছালে ছিনতাইকারীরা চালককে ছুরিকাঘাত করলে অটোরিকশা থেকে পড়ে যায়। এসময় অটোরিক্সাটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এসময় পথচারীরা রাস্তার পাশে একটি ব্যাক্তিকে পরে থাকতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাইজুদ্দিন মেডিকেল হাসপাতালে মর্গে প্রেরণ করে।
কালিয়াকৈর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রিয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাইজুদ্দিন মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।