বৃহ:স্পতিবার সকাল ১০ টার সময় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য কর্মি ও স্থানীয় জনগণের নিয়ে করোনা মোকাবেলায় সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শফিকুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন ঘোষনা করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, কলারোয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, তালা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু বাক্কার ছিদ্দিক, কলারোয়া সরকারী কলেজের অব:প্রাপ্ত অধ্যাপক নুর ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, সিনি:সহ-সভাপতি এস.এম জাকির হোসেন, দৈনিক নতুন সূর্যের সম্পাদক আরিফুল হক চৌধুরী, কেরালকাতা ইউ,পি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, দেয়াড়া ইউ,পি চেয়ারম্যান মাহবুবর রহমান মফে, সোনাবাড়ীয়া ইউ,পি চেয়ারম্যান বেনজির হেলাল, জয়নগর ইউ,পি চেয়ারম্যান বিশাখা তপন, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম রহমান, সাবেক সাধারন সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু প্রমুখ।
করোনা মোকাবেলায় জনগণকে কিভাবে সচেতন করতে হবে সে বিষয়ে স্বাস্থ্য সচেতনতা মূলক প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: গাজী আশিক বাহার, ডা: মাহাদি আল-মাসুদ, ডা: তানভীর ছিদ্দিকী।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন গনমাধ্যম কর্মীরা।