পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যদায় পলিত হয়েছে।
উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার সকালে সূর্যাদয়ের সাথে সাথে জাতির জনকের প্রতিকৃতিতে পূষ্পমাল্য আর্পন, সকাল ১০টায় বর্নাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে শহীদ মিনার মাঠের মুজিব মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমূল হকের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার ফয়জুল ইসলাম আশিক তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।
বিশেষ আতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, পটুয়াখালী জেলা আওয়ামীলীগ সহসভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া পৌর মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক ও মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুরুল আলম লিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি শফিকুল আলম বাবুল, কাউন্সিলর মাহবুব আলম, এমবি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট সাইদুর রহমান সাইদ, কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ সভাপতি হুমায়ূন কবির, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম মিলন, সৌরভ সিকদার, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মহিবুল্লাহ মহিব, পৌর সভাপতি আসাদুজ্জামান শুভ, সম্পাদক জুয়েল রানা, কলেজ ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান হিরন, সম্পাদক অমি গাজী প্রমূখ।
সভাশেষে কেক কেটে ছাত্রলীগের ৭৪তম জন্মদিন পালিত হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ সংঙ্গিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটে।