যশোরে গত ২৪ ঘণ্টায় ৭৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১৬৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৯১৬ জনে।
গত ২৪ ঘণ্টার পরীক্ষায় শনাক্তের হার ২০ শতাংশ। একই সময়ে যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩২২ জনে। সোমবার দুপুরে যশোর সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পারসন ডা. রেহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যশোরে গত ২৪ ঘণ্টায় ৭৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১৬৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে যশোর সদর উপজেলায় ৮৩ জন, কেশবপুরে ০২, ঝিকরগাছায় ৩০ জন, অভয়নগরে ২১ জন, মনিরামপুরে ০৮ জন, বাঘারপাড়ায় ০৫ জন, শার্শায় ০৬ জন ও চৌগাছায় ১৩ জন রয়েছেন।
এ জাতীয় আরো খবর..