কি ছিলে আমার বলো না তুমি খ্যাত ৯০ দশকের বিখ্যাত শিল্পী মনি কিশোর মারা গেছেন। শনিবার রাত বারোটায় এ বিষয়ে নিশ্চিত করেন রামপুরা থানা পুলিশ।
রামপুরার ভাড়া বাসার কেয়ারটেকার জানান গেল চার দিন যাবত ভাড়ার জন্য ফোন দিয়ে তাকে পাওয়া যাচ্ছিল না। এরপর কৌতুহলবশত তার ফ্ল্যাটে ঢুকলে দেখা যায় তিনি মৃত অবস্থায় পড়ে রয়েছেন।
পরে থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করেন। রামপুরা থানার তদন্ত অফিসার জানান লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
ময়না তদন্ত করে নিশ্চিত হয়ে জানানো হবে বিখ্যাত এই শিল্পী কিভাবে মারা গিয়েছে। ধারণা করা হচ্ছে হঠাৎ স্ট্রোক করে গেল তিন চারদিন আগেই মারা গেছে এই শিল্পী।