শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন

ওপেন হাউজ ডের মাধ্যমে জনগনের সাথে পুলিশের সম্পর্কের সেতুবন্ধন তৈরী হয়-অতিরিক্ত পুলিশ কমিশনার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৬ বার

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ এনামুল হক বলেন, পুলিশের দরজা সবার জন্য খোলা। মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার।আমরা যে মানুষটির জন্য এ স্বাধীন দেশটি পেয়েছি। তাকে আমাদের শ্রদ্ধাভরে স্বরন করতে হবে।

 

আমরা বঙ্গবন্ধুর জন্য একটি স্বাধীন দেশ পেয়েছি। এ দেশটিকে সুন্দর করতে হলে আমাদের কে ভাল মানুষ হতে হবে।জনগনের পুলিশ হওয়ার জন্য,সরাসরি জনগনের কাছে যাওয়ার জন্য ওপেন হাউজ ডে,কমিউনিটি পুলিশিং এর ব্যাবস্থা করা হয়েছে।এর মাধ্যমে জনগনের সাথে পুলিশের সম্পর্কের সেতুবন্ধন তৈরী হয়।

 

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কাউনিয়া থানায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

 

এ সময় তিনি আরও বলেন,আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাদের কাছে আসুন আমাদের কাজ করার সুযোগ দেন। আমরা জনগনের সাথে মিলে মিশে কাজ করতে চাই। আমরা আপনাদের দিকে এগিয়ে যাচ্ছি।আপনারাও আমাদের দিকে এগিয়ে আসুন। একদিন আমরা থাকবোনা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য আমরা একটি ভাল পরিবেশ তৈরী করে রেখে যেতে চাই।

 

বিশেষ অতিথির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকির হোসেন মজুমদার বলেন, আমার প্রথম পদক্ষেপ হচ্ছে অগ্রাধিকারের ভিত্তিতে কাউনিয়া ও এয়ারপোর্ট থানা এলাকাকে মাদক মুক্ত করা। মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে।

 

দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে মানুষ যাতে স্বাভাবিক ভাবে দৈনন্দিন কাজ করতে পারে। রাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে ঘুমাতে পারে, এলাকায় যাতে কোন ধরনের অস্থিরতা,অশ্লীলতা না থাকে,আইন শৃংখলা পরিস্থিতি ভাল থাকে সে জন্য সর্বাতক চেষ্টা করবো। এ জন্য সকলকে এগিয়ে আসতে হবে। সুতরাং এলাকার আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বিএমপি উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ খলিলুর রহমান।

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম বলেন, ওপেন হাউজ ডে জনগনের কাছে পুলিশের জবাবদিহিতা মূলক একটি অনুষ্ঠান। এখানে এসে আপনারা আমাদের ভূল ত্রুটি ধরিয়ে দিন। আপনারা আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দিলে আমরা সংশোধন করে নেব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com