ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ এর ৫ আগস্ট দেশ ছেড়ে পালাতে হয় পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
এই ঘটনার নয় মাস অতিবাহিত হলেও কক্সবাজারের উখিয়ার একটি সরকারি দপ্তরের ওয়েবসাইটে রয়ে গেছে শেখ হাসিনার ছবি।
উপজেলার হিসাব রক্ষণ অফিসের সরকারি ওয়েবসাইট (ao.ukhiya.coxsbazar.gov.bd)
পরিদর্শন করে বিষয়টি সেবাগ্রহীতাদের নজরে পড়েছে।
ওয়েবসাইটটিতে দেখা যায়, হোমপেইজের কাভার ফটো ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার একটি জনসভার ছবি।
স্থানীয় এক স্কুল শিক্ষক বলেন, ‘ একটি কাজে ওয়েবসাইটে ডুকি, বিষয়টি দেখে অবাক হয়েছি।’
৫ বছর দায়িত্ব পালনের পর বিতর্ক মাথায় নিয়ে ৫ আগস্টের প্রায় ৪ মাস পর গত ডিসেম্বরে বদলী হন হিসাব রক্ষণ কর্মকর্তা আলি আহমদ।
মূলত তার সময়কালেই PM_Banner নামে ছবিটি ওয়েবসাইটে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে।
বর্তমানে নাইক্ষ্যংছড়ির হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ উখিয়ায় অতিরিক্ত দায়িত্বে আছেন।
ছবি প্রসঙ্গে তিনি বলেন, এটি আসলে দুঃখজনক, আগে যিনি ছিলেন তিনি অবগত করেননি এমনকি ৫ আগস্টের পরেও তিনি ছিলেন এখানে। ছবিটি সরাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসাইন চৌধুরী।