সোমবার (০৭ ফেব্রুযারি) ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে চলমান ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় তিনি উপস্থিত ভোটারগণের সাথে তাদের নির্বাচন অভিজ্ঞতা নিয়ে সরাসরি মতবিনিময় করেন।
একই সাথে ভোটারগণ যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট প্রদান করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করার জন্য দায়িত্বরত কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মোহাঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ।
সমর কান্তি বসাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা হাফিজা জেসমিন।