আশুলিয়ায় শিল্পখাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
রবিবার দুপুরে আসামীদের আদালতে পাঠায় পুলিশ। এর আগে গতকাল শনিবার সন্ধায় আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করে যৌথবাহিনীর সদস্যরা।
পুলিশ জানায়, শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গতকাল আসামীদের গ্রেফতার করে যৌথ বাহিনী। পরে সন্ধ্যায় তাদের থানায় তাদের হস্তান্তর করে যৌথ বাহিনীর সদস্যরা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আসামীদের আদালত প্রেরণ করা হয়েছে।