বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা আওয়ামী লগের সভাপতি ছবি গ্রেফতার আনন্দবার্তার প্রতিবেদন প্রকাশের পর নোবিপ্রবিতে দুদকের অভিযান প্রধান উপদেষ্টার কাছে জীবনের নিরাপত্তা চেয়ে বৈষম্যবিরোধী নেতা মারযুকের আবেদন বরিশালে বজ্রপাতে ট্রাক্টর চালকের মৃত্যু ছয় দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ভয়াবহ যানজট শিক্ষার্থীদের সচিবালয় থেকে সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী যুদ্ধবিমান বিধ্বস্ত: ৭ম শ্রেণির ছাত্র সামিউলের দাফন সম্পন্ন বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১, চিকিৎসাধীন ১৬৫ ৮ দফা দাবিতে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ জুলাই অভ্যুত্থান : “এক শহীদ এক বৃক্ষ” কর্মসূচীর উদ্বোধণ

আনন্দবার্তার প্রতিবেদন প্রকাশের পর নোবিপ্রবিতে দুদকের অভিযান

মোঃ নওফেল আলম, নোবিপ্রবি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩ বার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাভিশনে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পরপরই সোমবার (২১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন দুদক নোয়াখালীর সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান। তাঁর সঙ্গে ছিলেন উপসহকারী পরিচালক মো. জাহেদ আলম, কোর্ট পরিদর্শক মো. ইদ্রিসসহ একটি তদন্তকারী দল। অভিযানে শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হয়।

দুদক সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রণীত নীতিমালা লঙ্ঘন করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে ড. মো. শফিউল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখযোগ্যভাবে, ড. শফিউল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান কোষাধ্যক্ষ এবং নোবিপ্রবির রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড. মো. সোলাইমানের ছোট ভাই। ফলে এ নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, সহকারী অধ্যাপক হিসেবে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তাঁকে সহযোগী অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা ইউজিসির নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। নিয়ম অনুযায়ী, সহযোগী অধ্যাপক পদে আবেদনের জন্য কমপক্ষে চার বছরের সহকারী অধ্যাপক হিসেবে কাজের অভিজ্ঞতা ও নির্দিষ্ট শিক্ষাগত ফলাফল থাকা বাধ্যতামূলক।

এছাড়া, গত ১০ মার্চ প্রকাশিত শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে একাধিকবার সংশোধনী আনা হয়, যা কিছু নির্দিষ্ট প্রার্থীকে সুবিধা দিতে করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ আরও দৃঢ় হয়েছে।

অভিযান শেষে দুদক সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান বাংলা ভিশনকে বলেন, “নিয়োগে অনিয়মের অভিযোগের ভিত্তিতে প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা অভিযান পরিচালনা করেছি। প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করেছি। প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “নিয়োগ বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক মান অনুসারে সিনিয়র লেকচারারকে সহকারী অধ্যাপকের সমতুল্য ধরা হয়। পিএইচডি ডিগ্রি থাকলে কোনো একটি পরীক্ষার ফল শিথিলযোগ্য। আমরা সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছি।”

উল্লেখ্য এর আগে গত ১৭ জুলাই আনন্দবার্তায় “নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com