পাবনার আটঘরিয়ায় আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণের পর আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
পরে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপস্থিত থেকে বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তরে ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চলের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল গফুর মিয়া, পৌর আওয়ামী লীগের আহবায়ক আলহাজ গোলজার হোসাইন, চাঁদভা ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম প্রমুখ।
এ জাতীয় আরো খবর..