সাটুরিয়া উপজেলা প্রশাসন ফুকুরহাটি ইউনিয়নে ধলেশ্বরী নদীর বালু আগাম ইজারা দেওয়ায় বিপাকে পরেছে ইজারাদাররা।
ভিটে বালু উত্তোলণ না করেই ইজারা দেওয়া হয়েছিল। ইজারাদাররা বার বার সময়ে চেয়েও প্রশাসন সময় না দিয়ে উল্টো মোবাইল কোর্ট পরিচালনা করে নিলামকারীদের অর্থদন্ড দেওয়া হয়েছে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কার্যালয় সূত্রে জানা গেছে, ফুকুরহাটি ইউনিয়নের ধলেশ^রী নদী থেকে পানি উন্নয়ন বোর্ড ধলেশ^রী নদী পুনঃ খনন করেন। ওই নদী খননের বালু উত্তোলণ না করে দেখানো হয় ৫টি স্তুপ। এতে ৬৬ লক্ষ ৮৫ হাজার ৯৫৬ ঘনফুট বালু ৫১ পয়সা ধরে ৩৪ লাখ ৯ হাজার ৮৩৮ টাকা মূল্যে ওই বালু ২০২০ সালে নিলাম দেয় পানি উন্নয়ন বোর্ড ও ইউএনও ইজারাদার মোঃ লিয়াকত আলী খান লাবু, শামীম হোসেন, রফিকুল ইসলাম ও মামুন হোসেন। নিলাম দেওয়ার সময় কার্যাদেশে উল্লেখ থাকে নিলামকারীকে ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে মধ্যে বালু অপসারণ করতে হবে।
এদিকে ইজারাদারদের অভিযোগ উপজেলা প্রশাসন কার্যাদেশে ৩১ শে ডিসেম্বর ২০২০ বালু ্অপসারনের তারিখ থাকলেও ওই তারিখের মধ্যে ৫ স্তুপের মধ্যে বালু উত্তোলণ করতে পারেনি। ওই বালু ২০২১ সালের মাঝামাঝিতে পানি উন্নয়ন বোর্ড উত্তোলন করে ইজারাদারদের বুঝিয়ে দিলে ওই স্তুপের বালু বিক্রি শুরু করেন।
অপরদিকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার কারণে সাটুরিয়ার ইউএনও গত ১৫ ফেব্রুয়ারী বিকেলে ইউএনও শারমিন আরা ৮ ব্যাক্তিকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার বিষয়টি নিয়ে ইজারাদারদের সাথে ইউএনর তর্ক বির্তক হয়। এ বিষয়টি ইউএনওকে অবরুদ্ধ করা হয়েছে তিনি অপ্রচার করেছেন বলে দাবী করেন ইজারাদাররা।
ইজারাদার মো. লিয়াকত আলী খান লাবু ও মামুন জানান, যে তারিখ আমাদের শেষ তারিখ দেখানো হয়েছে সে তারিখে আমরা বালু বুঝিয়ে পাইনি। যথা সময়ে বালু বুঝিয়ে দেওয়া বুঝিয়ে না দেওয়ায় আমরা সময় চেয়ে আবেদন করেছি।
কিন্তু আবেদন পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসকের কার্যালয় বুঝিয়ে নিলেও উপজেলা ইউএনও আবেদন গ্রহন করেনি। সে সময়ের আবেদন গ্রহন না করে উল্টো ইজারাদারদের ট্রাক চালকদের জরিমানা করেন বলে অভিযোগ করেন।
ইজারাদার মামুন বলেন, বালু বুঝিয়ে দেওয়ার পর করোনা,বন্যা ও সড়ক সংস্কার করায় আমরা যথা সময়ে বালু অপসারষ করতে পারিনি। নদীর পাড়ের বালু নয় ইজারা নেওয়া বালুই বিক্রি করছি। এ বিষয়ে লিখিতভাবে একাধিকবার সময় চাইলেও সময় দেয়নি সংশ্লিস্ট দপ্তর।
তবে ইউএনওকে অবরুদ্ধ করা হয়েছে এটি অপ্রচার বলে দাবী করেন।
সাটুরিয়ার তৎকালীন ইউএনও আশরাফুল আলম বলেন, প্রাকৃতিক সমস্যা ও করোনার কারণে বালু অপসারণ করতে না পারলে ইজারাদার সময় পেতে পারেন বলে তিনি মনে করেন।
সাটুরিয়ার ইউএনও শারমিন আরা বলেন, কাগজে কলমে সময় শেষ হয়েছে তাই জরিমানা করা হয়েছে। তবে তার দপ্তরে সময় চেয়ে কোন ইজারাদার আবেদন করেনি বলে জানান।