বিচার নিশ্চিত করে আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৬.১৫ মিনিটে শহরের শিল্পকলা একাডেমি এলাকা থেকে শুরু হয়ে চৌরাস্তায় এসে মিছিলটি শেষ হয়।
এসময় বিক্ষোভকারীরা অবিলম্বে গণহত্যার দায়ে আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবি জানান।
উক্ত বিক্ষোভে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নড়াইল জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহমান মেহেদী, সদস্য সচিব শাফায়াত উল্লাহ, যুগ্ম সদস্য সচিব আমিরুল ইসলাম রানা, সদর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল, সংগঠনটির নেতা তুহিন মোল্যা, নওয়াব, শাহারুল প্রমুখ।