বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা আওয়ামী লগের সভাপতি ছবি গ্রেফতার আনন্দবার্তার প্রতিবেদন প্রকাশের পর নোবিপ্রবিতে দুদকের অভিযান প্রধান উপদেষ্টার কাছে জীবনের নিরাপত্তা চেয়ে বৈষম্যবিরোধী নেতা মারযুকের আবেদন বরিশালে বজ্রপাতে ট্রাক্টর চালকের মৃত্যু ছয় দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ভয়াবহ যানজট শিক্ষার্থীদের সচিবালয় থেকে সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী যুদ্ধবিমান বিধ্বস্ত: ৭ম শ্রেণির ছাত্র সামিউলের দাফন সম্পন্ন বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১, চিকিৎসাধীন ১৬৫ ৮ দফা দাবিতে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ জুলাই অভ্যুত্থান : “এক শহীদ এক বৃক্ষ” কর্মসূচীর উদ্বোধণ

অভিযুক্ত ধর্ষক একই পিতার সন্তান

কাওছার আহমেদ, মানিকগঞ্জ
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৯ বার

চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জালশুকা গ্রামে।

 

ঘটনাটি বৃহষ্পতিবার রাতে জানাজানি হলে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। অন্তঃসত্ত্বা ওই কিশোরী ও অভিযুক্ত ধর্ষক একই পিতার সন্তান।

 

ধর্ষিতা কিশোরী জানায়, এক বছরের বেশি সময় ধরে নিজের সৎ ভাইয়ের হাতে গণধর্ষণের শিকার হন তিনি। ধর্ষণে বাধা দিতে গেলে মারধর করা হতো তাকে।

 

 

বিয়ের প্রলোভন দিয়ে ওই কিশোরী মেয়েটিকে বিভিন্ন সময় নিজ ঘরে ধর্ষণ করত লম্পট সৎ ভাই সুজন মিয়া (২২)। সুজন পেশায় মিষ্টি দোকানের কর্মচারী।

 

তার মাকে বিষয়টি জানালেও কোন প্রতিকার পায়নি বলে অভিযোগ করেন কিশোরীটি। কিশোরীটির বাবা কৃষক।

 

মা অন্যের জমিতে কাজ করে। কিশোরীর বড় বোনের বিয়ে হয়ে গেছে। লোকলজ্জার ভয়ে কিশোরী বিষয়টি কাউকে জানায়নি।

 

সম্প্রতি তার শারীরিক পরিবর্তন দেখা দিলে তার মা তাকে জিজ্ঞাসা করলে সে পুরো ঘটনা খুলে বলে।

 

পরে আলট্রাসনোগ্রামে ধরা পড়ে কিশোরীটি ৪ মাসের অন্তঃসত্ত্বা। ওই কিশোরীর মা তারাবানু বেগম বলেন, আমি বাড়িতে না থাকায় সুজন আমার মেয়েকে ধর্ষণ করছে।

 

বর্তমানে সে ৪ মাসের অন্তঃসত্ত্বা।

আজ রাত (০৯ সেপ্টেম্বর) ১০টার দিকে অভিযুক্ত সুজনের বাসায় গেলে তাকে পাওয়া যায়নি।

সুজনের পিতা মো. হাসান মিয়া বলেন, আমরা এলাকার মাতাব্বরদের কাছে বিষয়টি বলেছি তারা সমাধান করে দিবে বলছে।

স্থানীয় গ্রাম্য মাতব্বর শামীম মিয়া বলেন, আমরা এলাকায় বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। ধর্ষণের মত কোন গুরুত্বর অপরাধের বিচার আপনারা করতে পারেন কিনা এমন প্রশ্ন করলে তিনি জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার সমাধান করে দিয়েছেন।

 

এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল বাশার সব কিছু অস্বীকার করে বলেন আমি এ বিষয়ে কিছুই জানি না।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com