বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরিশাল ইউনিটের সেচ্ছসেবীরা এগিয়ে এসেছে অভিযান ১০ লঞ্চে দূর্ঘটনায় অগ্নিদগ্ধ হওয়া চিকিৎসাধীন রোগীদের পাশে। এই প্রতিষ্ঠানের প্রায় ৭০ জন সেচ্ছসেবীকর্মী দিনরাত শেবাচিম হাসপাতালে রোগীদের সেবাদান করে যাচ্ছেন। যা এখনো চলমান থাকায় বিষয়টি সর্বমহলে প্রশংসনীয়।
বরিশালের এমন ঘটনাই নয় প্রতিটি দূর্ঘটনায় এগিয়ে আসে বরিশালের এই সেচ্ছাসেবী সংগঠনটি। ঘটনার পরপরই নিজেদের শ্রম দিয়ে পুরোতালে রোগীদের সেবা করছেন তারা। গত শুক্রবার সকাল থেকে রাত অবদি বরগুনাগামী এমভি অভিযান ১০ লঞ্চের অগ্নিকান্ডের ঘটনায় প্রথমেই বরিশাল হাসপাতালে প্রায় ৮১ জন রোগী ভর্তি হয়। এই রোগী ভর্তির পর পরই চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়েছে হাসপাতাল কতৃপক্ষের। কারন বরিশালে বার্ণ ইউনিট খোলা হলেও সেটি বর্তমানে অকেজো হয়ে পড়ে আছে।
যে কারনে বরিশাল হাসপাতালে পোড়া রোগীদের কোন চিকিৎসা দেয়া হয়ণা। এর পরও অভিযান ১০ লঞ্চের ঘটনা বেশ গুরুত্বপূর্ণ হওয়ায় অনান্য বিভাগের চিকিৎসক ও নার্স সংযুক্ত করে তাদের প্রাথমিকভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে যে পর্যন্ত ঢাকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক না আসে।
ঠিক এই সময় থেকেই হাসপাতাল কতৃপক্ষকে পুরোদমে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে রেড ক্রিসেন্টে সোসাইটির এই এক ঝাক সেচ্ছাসেবী কর্মীরা।
এবিষয়টি নিয়ে কথা হয় সংগঠনটির উপ-যুব প্রধান ২ এর সানজিদা আক্তার ইলমার সাথে। তিনি বলেন, আহতদের সেবায় তাৎক্ষনিক বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ও বরিশাল ইউনিট এর সেক্রেটারি মোঃমিজানুর রহমান মিজান এর নির্দেশে, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করছেন যুব রেড ক্রিসেন্ট বরিশাল ইউনিটের সেচ্ছাসেবক দল।
ঘটনার পরপরই আমরা সেখানে অবস্থান নেই। কিন্তু ওই দিন সময় যতো বাড়ে রোগীর সংখ্যাও বাড়তে থাকে। ধীরে ধীরে পরিস্থিতি জটিল হতে থাকে। কিন্তু কেহই হাল ছাড়িনী। কারণ রোগী যতোই হোক হাসপাতালের চিকিৎসকদের সাথে আমাদের সমান তালে সেবা পরিচালনা করতে হবে। তাই আমাদের সেচ্ছাসেবীর সংখ্যাও দ্রুত বাড়িয়ে নার্সদের সাথে সেবা কাজ চালিয়ে গেলাম।
এমন ঘটনার মুখোমুখি ভাবে সহযোগীতায় অংশ নিতে পেরে গর্ব বোধ করি। কারন মানুষের মৃত্যুর যন্ত্রনার দৃশ্য সহ্যকরা কতো কস্টো সেটা অগ্রভাগে না থাকলে বোঝা যাবেনা।
ওই সংগঠনেরই ব্লাড বিভাগের প্রধান রেজোয়ান চেীধুরূ সাকিব আনন্দ বার্তাকে বলেন, যতো মানুষই এসেছে তাদের সবারই শরীরের অনান্য অংশের সাথে পা এবং হাত পোড়া। তাদের শরীরে বার্ন ক্রিম লাগানো। প্রাথমিকভাবে চিকিৎসার সাথে সহযোগী হিসেবে থাকা কালীন তাদের কান্নার আহাজারীতে স্বান্তনা আর সেবা ছাড়া কিছুই করার ছিলোনা। কিন্তু তার পরেও হাসপাতালের জনবলের সাথে পাল্লা দিয়ে সেবা কার্যক্রম করেছি। মানুষের সেবায় এই সংগঠনের সাথে থেকে করতে চাই।
কথা হয় সংগঠনটির জনসংযোগ বিভাগের প্রধান সুদীপ্ত দাসের সাথে। তিনি আনন্দ বার্তাকে বলেন, লঞ্চের অগ্নিদগ্ধ হয়ে যারা হাসপাতালে এসেছে তাদের প্রথম দৃশ্য দেখে যে কেউ থমকে যাবে। কারন শুধু পুড়েই যায়নী অনেকের হাস পা বা শরীরের অনেক স্থানে ভেঙ্গে কেটে গেছে। তাই তাদেরকে সেবা করার জন্য বেশ বেগ পোহাতে হয়েছে। তার পরেও সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হয়েছে তাদের।
দৃশ্যপটটা ছিলো মানবিকতার তাই এই সংগঠনের কর্মীদের সেবাদান চোখে পরার মতো। তবে প্রথম দিন প্রায় ৪০ জনের মতো সংগঠনটির সেচ্ছাসেবীরা অংশ নেয় এই মহৎ কাজটিতে। এটা বরিশালের দৃশ্য হলেও এই রুপে অংশ নিয়েছে ঝালকাঠিতেও। সেই ঘটনাও তুলে ধরবে আন্দ বার্তা।
অভিযান ১০ লঞ্চের অগ্নিকান্ডের ঘটনায় বরিশাল জেলা রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবী সদস্যদের সহযোগীতায়