তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আগামিকাল মঙ্গলবার মন্ত্রীসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জানালেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ সোমবার (৬ নভেম্বর) সন্ধায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পাবার পরপরই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাত ৮ টায় প্রতিমন্ত্রী মুরাদের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন বলে তিনি সাংবাদিকদের জানান।
নারীদের নিয়ে খারাপ মন্তব্য ও অশ্লীল ফোন আলাপের কল রেকর্ড প্রকাশের জেরেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে স্বাচিপের এই নেতার বিরুদ্ধে।
জামালপুরের সরিষাবাড়ি থেকে ২ বারের নির্বাচিত সংসদ সদস্য মুরাদ হাসান প্রথমে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেও পরে তাকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছিলো।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পদত্যাগের বিষয় প্রতিক্রিয়া জানতে ধানমন্ডির বাসার সামনে বিভিন্ন মিডিয়া কর্মীরা অবস্থান করছেন।