নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে আগামী ২৬ অক্টোবর মঙ্গলবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দেশব্যাপী জেলা ও মহানগরে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
একই দিন সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিতব্য মানববন্ধনসহ দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালনের জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগরের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।