সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঞ্চল্যকর মমতাজ হত্যার সকল আসামী খালাস অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্য নির্বাচন ও রুটিন মাফিক কাজ ছাড়া অন্য কোন দায়িত্ব নেই – আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বরিশালে হেলথ কার্ড বিতরণ বরিশালে ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে মানববন্ধন বরিশালে নির্বাচন ট্রাইব্যুনালে মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই মামলা দায়ের ঝালকাঠিতে ৮ পরীক্ষার্থী বহিষ্কার, কেন্দ্র সচিব ও হল সুপারসহ ৯ শিক্ষককে অব্যাহতি আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষন; থানায় মামলা দায়ের উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে – পরিবেশ উপদেষ্টা চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

লবণ সহিষ্ণু উফশী বিইউ-৭ লাল জাতের সীম উদ্ভবন

মো. রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭১ বার

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয় (বশেমুরকৃবি)’র এক বিজ্ঞানী লবণ সহিষ্ণু, উচ্চ ফলনশীল, জাব পোকা (এফিড) প্রতিরোধী লাল রংয়ের (অ্যান্থসায়ানিন যুক্ত) সীম উদ্ভাবন করেছেন।

 

সম্প্রতি এ জাতের সীমটি কৃষক পর্যায়ে চাষাবাদের জন্য জাতীয় বীজ বোর্ড কর্তৃক অনুমোদন পেয়েছে।
লাল জাতের সীমের উদ্ভাবক মো .গোলাম রসুল বলেন, বাংলাদেশের উপক’লীয় দক্ষিণাঞ্চল থেকে সংগৃহিত কৌলিসম্পদ হতে বিশুদ্ধ সারি নির্বাচন পদ্ধতি অনুসরন করে সীমের এ জাতটি উদ্ভাবন করা হয়েছে।

 

বিইউ সীম-৭ জাতের কান্ডের রং গাঢ় বেগুনী। পাতার রং গাঢ় সবুজ হলেও ফুলের রং হয় বেগুনী। এতে অন্থোসাায়নিনের উপস্থিতির কারণে এ জাতের সীমের রং গাঢ় লালচে হয়। প্রতি সীমের (ফলন) আকার ১২ সেমি.-২.৫ সেমি।

 

প্রতি সীমে বীজের সংখ্যা থাকে ৪/৫টি। প্রতিগাছে ভক্ষণযোগ্য সীমের পরিমাণ হয় ২.৪ কেজি থেকে ৩.৫ কেজি এবং হেক্টর প্রতি ফলন হয় ৩৫ টন। এরা উচ্চ ফলনশীল ও জাব পোকা (এফিড) প্রতিরোধী। এ গাছে অ্যান্থসায়ানিন পরিমান ২৯ মাইক্রোগ্রাম/গ্রাম। এ অ্যান্থসায়ানিন মানব দেহের মাংসপেশীর প্রদাহ হ্রাস, রক্ত জমাট বঁাধা প্রতিরোধ এবং ক্যান্সার মোকাবিলায় ভ’মিকা রাখে। সম্প্রতি এ জাতের সীমটি কৃষক পর্যায়ে চাষাবাদের জন্য জাতীয় বীজ বোর্ড কর্তৃক অনুমোদন পেয়েছে।

বীজ বপন/ সার প্রয়োগ-দেশের সকল জেলাতেই শীত মৌসুমে এ জাতের বীজ রোপন করতে হয়। গোবর মাটির মিশ্রনে ভরা ছোাট পলিথিনে চারা গজিয়ে পরবর্তীতে মাঠে চারা লাগানোই উত্তম। প্রতিগর্তে ১০ কেজি পঁচা গোবর, ১০গ্রাম ইউরিয়া ((দুইবারে), ৩০ গ্রাম টিএসপি ও ২০গ্রাম পটাশ সার প্রয়োগ করতে হবে। এ সীম খরা সহিষ্ণু।

তবে মাটিতে আদ্রতার পরিমান বেশি কমে গেলে গাছের গোড়ায় পানি/ সেচের ব্যবস্থা করতে হবে।ফুলের পরাগায়ন এবং কঁচি ফলের বৃদ্ধি পর্যায়ে মাটির রস/ আদ্রতা বিশেষ নিয়ামক হিসেবে কাজ করে। মীতকালে নিয়মিত বিরতিতে স্বল্প সেচ গাছ ও ফলের বৃদ্ধিতে সহায়ক ভ’মিকা পালন করে।

বাউনি/ মাচা- এ জাতের সীমের জন্য এক কঞ্চি বিশিষ্ট বাউনি বা মাচা চাষ পদ্ধতিতে একটি কঞ্চিসহ বাঁশের মাথা, মাচা, ভি-আকৃতির গাছের ডালা কিংবা উলম্বভাবে ঝুলানো নাইলনের সুতার জাল ব্যবহার করা যেতে পারে। উন্মুক্ত গাছের পাতা যতবেশী সূর্যালোক পাবে ফলন তত বেশী হবে। গাছের আকার ও ফলন বিবেচনায় এটি ছাঁদ কৃষির জন্য একটি চমতকার ফসল।

পোকা-মাকড় দমন- এ জাতটি জাব পোকা প্রতিরোধী। থবে অন্যান্য সীমের মতো ক্ষুদে মাকড় বা রেডমাইটের আক্রমন দেখা দিতে পারে। ক্ষুদে মাকড় বা রেডমাইটের আক্রমন দেখা দিলে প্রতিকারের জন্য ভার্মিটেক/ ওমাইট ১৫গ্রাম ১০লিটার পানিরে সঙ্গে মিশিয়ে গাছে প্রয়োগ করতে হবে।

বীজ লাগানেনার ১৩০দিনের মধ্যে সীম সংংগ্রহ করা যায়। তবে বীজ সংগ্রহের জন্য আরো ২০দিন সময় বেশী লাগবে। দুই থেকে চার মাস একই গাছ থেকে সীম সংগ্রহ করা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com