শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ৫৩ বছর ধরে দুঃশাসন চলছে-জোনায়েদ সাকি বঙ্গোপসাগরের ভারতীয় পতাকা বাহি ফিশিং ট্রলার এবং ৩১ জন জেলে আটক দশমাইল-কলেজ মোর রুটে গাড়ির সর্বনিম্ন গতি চায় হাবিপ্রবির শিক্ষার্থীরা বরিশালে ভুয়া সাংবাদিক আটক বরিশালে কোটি টাকার কারেন্ট জাল জব্দ সদ্য সমাপ্ত দুর্গাপূজা সংক্রান্তে মতবিনিময় করলেন পুলিশ কমিশনারের ছাত্র আন্দোলনে ময়মনসিংহের শহীদ শাহরিয়ার পেল জিপিএ-৪.৮৩ শ্রীমঙ্গলে সংরক্ষিত বন থেকে অজ্ঞাতার নারী’ চা বাগান থেকে রক্তাক্ত পুরুষের লাশ উদ্ধার পৃথিবীকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশে টোপ-চার নকল করতে ভয়ংকর যশোরের মিঠু

“বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতা;অন্ধকার থেকে আলোর পথ”

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৭২ বার

ধনঞ্জয় দে

===============================================================

শোকাবহ আগস্ট মাস পালন করছি আমরা। জাতি হিসেবে আমরা শোকাহত অবস্থায় থাকি ।কারণ এইসময় আমরা মনের অন্তঃস্থল থেকে একটি কথাই চিন্তা করি যে যে বঙ্গবন্ধু যদি না থাকত তাহলে বাংলাদেশ নামে কোন স্বাধীন রাষ্ট্র থাকত না আবার এ কথাও চিন্তা করি যে বঙ্গবন্ধু যদি বেচে থাকতেন তাহলে দেশ অনেক আগে থেকেই উন্নতির ছোঁয়া পেত।

 

শিক্ষা দীক্ষা চিন্তা চেতনায় বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ উন্নত হত । সেই কাঙ্ক্ষিত উন্নয়নের ছোয়া আমরা এখন পাচ্ছি কিন্তু এগুলো আমরা অনেক আগেই পেতে পারতাম যদি বঙ্গবন্ধু আরো বেশি সময় দেশ শাসন করতে পারতেন ।

১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ ভাগ হয়ে সৃষ্টি দুটি দেশ। ভারত এবং পাকিস্তান । এখন পাকিস্তানের দুটি অংশ মিলে একটি পাকিস্তান মাঝখানে প্রায় ১১শ মাইলের ভারতীয় অংশ ।সাম্প্রদায়িক ভাবে একধরনের সংকট তৈরির ফলে হিন্দু এবং মুসলমানের মধ্যে হাজার বছরের সম্প্রীতি নষ্ট করা হয়েছিল এবং এর ফলে দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়।

 

এই হিংসাত্বক আক্রমনের ফলে বহু নরনারী হতাহত হয় ।১৯৪৬-৪৭ সালে কলকাতায় ছিলেন তৎকালীন মুসলিম লীগের ছাত্রনেতা তরুন কর্মী শেখ মুজিব । বঙ্গবন্ধু তার রচিত “অসমাপ্ত আত্মজীবনী”তে সে সময়ের কথা তুলে ধরেছেন । তিনি নিজের চোখে দেখেছেন মানুষ কিভাবে হিংসাত্বক কর্মকান্ডে জড়িয়ে একে অপরকে হত্যার নেশায় মেতে উঠেছিল।

 

তিনি নিজে সাম্প্রদায়িক রাজনীতিতে জড়িত হয়ে পড়লেও মনে মনে অসাম্প্রদায়িক মনোভাবের ছিলেন । তাই দাঙ্গা প্রতিরোধ করার জন্য তিনি নিজেই অগ্রগামী ভুমিকা পালন করেন । দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মানুষদেরও তিনি ঝুঁকি নিয়ে উদ্ধার করেছেন , কঠিন সে সময়ে তিনি নিজে দাঁড়িয়ে থাকে পাহারা দিতেন যাতে কেউ দাঙ্গা করতে না পারে । এসব ঘটনা তার মনে গভীর রেখাপাত করেছিল। তখন থেকেই তার মনে এই ধারনা হয় যে তিনি হিংসাত্বক সাম্প্রদায়িক রাজনীতিতে অংশগ্রহন করবেন না।

লেখকঃ ধনঞ্জয় দে

পাকিস্তান হওয়ার পর প্রথম আঘাত আসে বাংলা ভাষার উপর । ৫৬% জনসংখ্যার মাতৃভাষা বাংলাকে উপেক্ষা করে উর্দুকে রাষ্ট্রভাষা করার চক্রান্ত হয় ।এই সময় শেখ মুজিব আন্দোলন গড়ে তোলেন এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবী তোলেন।

 

এখানে বাংলা ভাষাকে শুধু নয় বাংলার সভ্যতা ও সংস্কৃতির প্রতি আঘাত করা হয় ফলে যে উদ্দেশ্য নিয়ে পাকিস্তান তৈরি হয় বাঙ্গালীদের কাছে সে আবেদন একেবারেই কমে যায়। ১৯৪৮ সাল থেকেই পশ্চিম পাকিস্তানের নেতারা বাংলার মানুষদের অবজ্ঞা করা শুরু করে।

 

দেশের রাজনীতিতে উগ্রবাদী শক্তিকে মদদ দিয়ে দেশে কিছুদিন পর পরই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা হত । বঙ্গবন্ধু সব সময় এইগুলোর প্রতিবাদ করে গেছেন । ১৯৬০ সালের পরে পূর্ব বাংলায় রাজনীতির নতুন ধারা সৃষ্টি হয়। এসময় বাংলার সাংস্কৃতিক ক্ষেত্রে পাকিস্তানীরা হস্তক্ষেপ করে ।কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা গান উৎসব কে নিষিদ্ধ করা হয়।

 

বাংলাদেশ প্রচলিত অনেক উৎসব অনুষ্ঠানকে ধর্মীয় মনোভাবের বিরুদ্ধ বলে নিষিদ্ধ করা হয় । ফলে একটি সাংস্কৃতিক মুক্তির আন্দোলন দেশে শুরু হয় বিশেষ করে তরুন সমাজের হাত ধরে । এসবের নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু । এসবের উপর ভিত্তি করেই বণ্ণগবন্ধু ছয় দফা দেন । এরপর থেকেই ধর্মনিরপেক্ষ মনোভাবের সূচনা হয়।

 

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অন্যতম লক্ষ্য ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এর জন্যই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে ত্যাগ স্বীকার করে । ১৯৭২ সালে যখন বঙ্গবন্ধুর সরকার গঠন করে সংবিধান তৈরি করেন সেখানে রাষ্ট্রের মূলনীতিতে গনতন্ত্র জাতীয়তাবাদ সমাজতন্ত্রের পাশাপাশি ধর্মনিরপেক্ষতাও স্থান পায় এবং জনগনকে এর সম্পর্কে সচেতন করার প্রয়াস চালান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com