সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
৮ দফা দাবিতে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ জুলাই অভ্যুত্থান : “এক শহীদ এক বৃক্ষ” কর্মসূচীর উদ্বোধণ যুবসমাজকে রক্ষায় সম্মিলিত উদ্যোগ নিতে হবে; বরিশালে গোলটেবিল বৈঠকে বক্তারা নোবিপ্রবিতে উন্নয়নের নামে গাছ কাটায় শিক্ষার্থীদের ক্ষোভ, ঝুলে আছে একাডেমিক ভবন প্রকল্প আন্দোলনের সাহসী তিন শিক্ষক অন্যের স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক : কাউনিয়া থানার দারোগাবাবু ক্লোজড ভারত থেকে শেখ হাসিনা তার লোকজনকে নির্দেশ দিয়েছে এনসিপির নেতাকর্মীদের যেকোনো মূল্যে গোপালগঞ্জে যেতে দেয়া যাবে না-রিজভী যুক্তরাষ্ট্রে পিএইচডি সুযোগ—মনিকে সংবর্ধনা দিল হাবিপ্রবির রসায়ন সমিতি বরিশালে এনসিপির বিক্ষোভ নোবিপ্রবিতে মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিভাগের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

আজকের কবিতা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪০৬ বার

একজন হুমায়ুন আহমেদ

#ু# হেলেন রহমান আঁখি

=================================================================

স্যার হুমায়ুন আহমেদ
আমার কাছে নয়
সারা বাংলার মানুষের কাছে
অতি আগ্রহের, অধিক সম্মানের নাম!

যারা ভালোবাসে সহজ- সরলতা,
ভালোবাসে জোঁছনা রাত,চাঁদ,
চাঁদের স্নিগ্ধ আলোতে স্নান করা
পূর্ণিমার রাত টানে যাদের,,

অতি মাত্রায় অবহেলা কে
জীবনে কখনও কখনও যে দেয় প্রশ্রয়
তারাই হুমায়ুন স্যারকে খুঁজবে
ভালোবেসে তাঁর সৃষ্টির মাঝে নিশ্চয়।

কি অসাধারণ সৃষ্টি তাঁর!
সৃষ্টি তাঁর কথা কয় কত সাবলীলভাবে!
মুগ্ধ আমি,চির বিস্ময়ে
অবাক তাকায়ে রই ভাষাহীন
এত গুণীও মানুষ হয় জগতে!

আমি হেলেন রহমান
টুকিটাকি লিখছি,লিখি প্রতিনিয়ত
তব দশের তুলনায় একটু ধন্য
সাহিত্যে পদচারণা চলছে তো!

কিন্তু ভাবতে গেলে হুমায়ুন স্যারকে
সে তুলনায় আমি কত ক্ষুদ্র, নগন্য!
আমি জানি নে
তাঁরে ব্যাখ্যা করতে যেয়ে
আমার এ লেখা কতটা
হলো সমীচীন,
তব ভালোবেসে তাঁরে,তাঁর সৃষ্টি কে
বাড়িয়ে ফেলেছি নিজের অজান্তে
মনের গহিনে,সংগোপনে ঢের ঋণ।

 

একজন মানুষ কি করে হয়
এত পরিপূর্ণ!
ধন্য মনে হয় আমিও বাঙালি
বাংলাদেশি ঠিক স্যারের মত।

একাধারে যাঁর এত গুন
সে কেমন মানুষ ছিল,
জীবনবোধে তাঁর এত সহজ ভাষার খেলা
কি করে সম্ভব ছিল!

নিঃসন্দেহে আমি বিমোহিত
হয়ত আর কোন হুমায়ুন আহমেদ
জন্মাবেন না কখনও এ পৃথিবীতে,
তাঁর সমকক্ষ মহামানব
কদাচিত জন্ম নেয় এ জগতে।

মানুষ কে আনন্দে আন্দোলিত করতে
তাঁর সীমাহীন ভাবনা,
প্রশংসার অনেক উর্ধ্বে
আপন প্রাণের সুধা ঢেলে
ভরালেন সাহিত্য প্রেমীদের কে।

আনন্দ হতে বিরহ,
ত্যাগের মহিমায় ভাস্বর
তাঁর লেখেনি বলা চলে।
এমন কারো সাধ্য নাই
দেখে জেনে তাঁর সৃষ্টি হাসবে না।
জানিনে ব্যক্তি জীবনে তিনি
কতটা ছিলেন রসিক,
কিংবা হাসি- খুশি
তবে বাংলাদেশি হতে বিশ্ববাসীকে হাসালেন,
হাসতে বাধ্য করলেন এত
সকলে আমরা চিরঋণী তাঁর কাছে।

যতদিন থাকবে বাংলাদেশ
থাকবে এ পৃথিবী
মানুষ হুমায়ুন কে হয়ত
পাওয়া যাবে না খুঁজে
তবে তাঁর সৃষ্টির মাঝে
তিনি রবেন চির জাগ্রত।

কতটা ভালো মনের মানুষ হলে
অমন সৃষ্টির হয় অধিকারী।
যতদিন তাঁর সৃষ্টি, সাহিত্য
চর্চা করবে বিশ্ববাসী
ততদিনে আনন্দের বানে ভাসবে
যে কোন সাহিত্যপ্রেমী।

জীবনবোধের কি সহজ-সরল
খেলার লুকোচুরি
বড়ই মনোহর!!
তাঁর মত সাহিত্যিক
বাংলাদেশের নাগরিক
একথা ভেবে গর্বে
বুক ভরে ওঠে নিজের অজান্তে।

এমন একজন হুমায়ুন আহমেদ
দেশ তথা জাতির জন্য অহংকারের!
তাঁর প্রতি রইলো অগাধ ভক্তি
শ্রদ্ধা, ভালোবাসা
জান্নাতুল ফেরদৌস হোক তাঁর
শেষ ঠিকানা- তাঁর প্রতি
আমার এ শুভকামনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com