সোমবার, ২১ জুলাই ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
৮ দফা দাবিতে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ জুলাই অভ্যুত্থান : “এক শহীদ এক বৃক্ষ” কর্মসূচীর উদ্বোধণ যুবসমাজকে রক্ষায় সম্মিলিত উদ্যোগ নিতে হবে; বরিশালে গোলটেবিল বৈঠকে বক্তারা নোবিপ্রবিতে উন্নয়নের নামে গাছ কাটায় শিক্ষার্থীদের ক্ষোভ, ঝুলে আছে একাডেমিক ভবন প্রকল্প আন্দোলনের সাহসী তিন শিক্ষক অন্যের স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক : কাউনিয়া থানার দারোগাবাবু ক্লোজড ভারত থেকে শেখ হাসিনা তার লোকজনকে নির্দেশ দিয়েছে এনসিপির নেতাকর্মীদের যেকোনো মূল্যে গোপালগঞ্জে যেতে দেয়া যাবে না-রিজভী যুক্তরাষ্ট্রে পিএইচডি সুযোগ—মনিকে সংবর্ধনা দিল হাবিপ্রবির রসায়ন সমিতি বরিশালে এনসিপির বিক্ষোভ নোবিপ্রবিতে মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিভাগের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

কয়েকগুণ বেশি ভাড়া দিয়েও স্বাস্থ্য ঝুকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ

মোঃমনিরুল ইসলাম,সিরাজগঞ্জ
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৭৬ বার

কয়েকগুণ বেশি ভাড়া দিয়েও স্বাস্থ্য ঝুকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। ঈদের ছুটি শেষে কর্মজীবী সাধারণ মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।

 

যানবাহন সংকট আর বাড়তি ভাড়ার কারণে তাদের পোহাতে হচ্ছে ভোগান্তি। রাস্তায় কোন যানবাহন না থাকায় তারা ট্রাক, প্রাইভেট কার, মোটরবাইকে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন। কোন যানবহন না থাকায় গন্তব্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন তারা।

 

ফলে করোনা ঝুঁকি নিয়েই ভেঙে ভেঙে বাস-ট্রাক ও পিকআপে গাদাগাদি করে ঢাকা ও গাজীপুরে ফিরছেন শ্রমজীবী মানুষ।

শনিবার (২৫ জুলাই) সকাল থেকেই সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্তর এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।কর্মজীবিরা বলছেন ‘সময় মতো অফিসে যোগ দিতে না পারলে চাকরি হারাতে হবে।

 

এমতাবস্থায় স্বাস্থ্য ঝুকি নিয়েই ফিরতে হচ্ছে ঢাকায়। সব জায়গাতেই কয়েকগুণ বেশি ভাড়া দিতে হয়েছে।’এখান থেকে আবার ৭০০-৮০০ টাকায় দিয়ে যেতে হবে ঢাকায়। অনেকের সঙ্গে স্ত্রী ও ছেলেমেয়ে থাকায় বিপাকে পড়তে হয়েছে তাদেরকে।

 

 

পরিবারের কথা ভেবে বেশি ভাড়া দিয়ে প্রাইভেটকার ভাড়া করে গন্তব্যে পৌঁছতে বের হয়েছেন। এতো ঝুকি নেওয়া বিষয়ে জিজ্ঞেস করলে বেশিরভাগ কর্মজীবীই জানান ‘বছরে দুটি ঈদে বাড়িতে আসি। এছাড়া বাড়িতে আসা হয় না।

 

 

বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখাও হয় না। সব সময় তাদের জন্য মন কাঁদে। বছরের দুই ঈদে ভোগান্তি নিয়েই বাড়িতে ছুটে আসি।’
এ বিষয়ে এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান, ঈদের ছুটি শেষে মহাসড়কে কিছুটা বেড়েছে যাত্রীর চাপ ।

 

 

তবে আমরা ট্রাক গুলো থেকে যাত্রী নামিয়ে দিয়ে বাড়ীতে যাওয়ার অনুরোধ করছি। তবুও তারা চলন্ত ট্রাক সহ কিছু পরিবহনে উঠে যাচ্ছে। আমরা সকাল থেকেই ট্রাকে যেন যাত্রী না ঢাকায় না যেতে পারে সেদিকে কঠোর অবস্থান করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com