করোনা মহামারীতে ঘরে বসে নেই ঝালকাঠির সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ঈদের দিনেও তারা করোনা আক্রান্ত রোগীর বাড়ি বাড়ি ছুটছেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে। কেউ কেউ ঈদের নামাজ আদায় করতেও পারেনি। কেউ আবার দুপুরে খেতে পারেনি স্বজনদের বাড়িতে।
স্বপ্নপূরন সমাজ কল্যান সংস্থার সভাপতি রিয়াজ খান বলেন, ঈদগাহে নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তখনই শহিদুল ইসলাম নামে এক রোগীর স্বজন ফোন দিয়ে বললো অক্সিজেন লাগবে। যে অবস্থায় ছিলাম সিলিন্ডার নিয়ে বিকনা গাজীবাড়ি চলে গেলাম।
সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) এর সভাপতি শাকিল হাওলাদার রনি বলেন, ঈদের আগের রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্টার বাহাউদ্দিন গোলাপ আমাদেরকে ফোন দিয়ে জানান, রাজাপুর উপজেলার আলগী গ্রামে সকালেই কভিট আক্রান্ত এক রোগীর অক্সিজেন সাপোর্ট লাগবে। আমি অক্সিজেন সিলিন্ডারসহ আমাদের সংগঠনের উপদেষ্টা হাসান মাহমুদকে সাথে নিয়ে ঈদের দিন সকালে রওনা করি।
ঝালকাঠি মিডিয়া ফোরাম অক্সিজেন জোনের সভাপতি মো. মনির হোসেন বলেন, ঈদের দিন দুপুরে আত্মীয়ের বাড়ি দাওয়াতে যাওয়া প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই ফোন আসে রোগীর বাড়ি থেকে। দ্রুত আমি আমার সংগঠনের সাধারন সম্পাদক আরিফুর রহমান রায়হানকে সাথে নিয়ে মোটরসাইকেলে সিলিন্ডার তুলে পাশ্ববর্তী উপজেলা রাজাপুরের বাইপাস এলাকায় ছুটে যাই এবং রোগীকে অক্সিজেন সাপোর্ট দিয়ে আসি।
সংযোগ মেডিকেল টিমের মেহেদী আকন বলেন, ঈদের দিন বিকেল সারে চারটায় পার্কে ঘুরতে রওনা করেছি ঠিক তখন ফোন আসে সদর হাসপাতালে করোনা ইউনিট থেকে, সেখানে আমাদের দেয়া অক্সিজেন পাইপ লিক করেছে, দ্রুত আমরা (সংযোগ টিম) আরেকটি সিলিন্ডার নিয়ে হাসপাতালে চলে যাই।
হৃদয়ে ঝালকাঠি সংগঠনের সভাপতি আসিফ ইকবাল বলেন, ঈদের নামাজের পর আমাদেরকে খবর দেয়া হয় ঝালকাঠির স্বানামধন্য চিকিৎসক বজলুর রহমানের অক্সিজেন প্রয়োজন, আমরা সংগঠনের কর্মীদের দ্রুত সেখানে সিলিন্ডার নিয়ে পাঠাই।

সেচ্ছাসেবী সাগর হালদার বলেন, ঈদের দিন সকালে আমরা পৌর এলাকার বাসন্ডায় কভিট আক্রান্ত রোগীর বাড়িতে বিনামুল্যে সিলিন্ডার পৌছে দিয়েছি।
উল্লেখ্য, ঝালকাঠিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করলে স্থানীয় বেশ’কটা সেচ্ছাসেবী সামাজিক সংগঠন অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে রোগীর বাড়ি বাড়ি গিয়ে করোনা আক্রান্ত রোগীকে প্রয়োজন অনুযায়ী অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করছে।
এ জাতীয় আরো খবর..