শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে মানববন্ধন বরিশালে নির্বাচন ট্রাইব্যুনালে মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই মামলা দায়ের ঝালকাঠিতে ৮ পরীক্ষার্থী বহিষ্কার, কেন্দ্র সচিব ও হল সুপারসহ ৯ শিক্ষককে অব্যাহতি আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষন; থানায় মামলা দায়ের উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে – পরিবেশ উপদেষ্টা চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা হাবিপ্রবি’র ২ শিক্ষার্থী হত্যার দশ বছর আজ যেখানে নামাজের কাতারে থাকেন শুধুমাত্র শিক্ষার্থীরাই, পড়া হয় জুম্মার নামাজও রূপাতলী এনায়েতুর রহমান কমপ্লেক্সে  দুই পক্ষের দ্বন্দ্ব অবসান

যশোরে করোনা রোগী স্বজনদের খাদ্য সহায়তা

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৫৫৮ বার

যশোর সদর হাসপাতালে ভর্তি রোগীদের খাবার দিলেও অনাহারে থাকতে হয়েছে অনেক স্বজনদের। এই সকল সমস্যার কথা চিন্তা করে এগিয়ে এসেছে যশোরের বিভিন্ন সংগঠন ও সংঘবদ্ধ বন্ধুরা। তারা প্রতিনিয়ত এই রোগী স্বজনদের মুখে খাবার তুলে দিচ্ছেন।
সকালে যশোর সদর হাসপাতাল চত্বরে খাবার নিয়ে পৌছান খুদ্র আর্থায়ন প্রতিষ্ঠান আর্স বাংলাদেশের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেকরা।

 

 

তারা করোনা রোগীর স্বজনদের খাবার দিযে সহায়তা করছেন। চলতি মাসের পাঁচ জুলাই থেকে তারা এই কার্যক্রম শুরু করেন। তাদের সাথে একত্রিত হয়ে কাজ করছেন ও সহযোগিতা করছেন রোটারী ক্লাব অব যশোর রুপান্তর।

 

আর্স বাংলাদেশের নির্বাহী পরিচালক বলেন, আমরা প্রতিদিন এই খাবার বিতরন করবো। আমরা চাই কেউ যেন অনাহারে না থাকে। আমরা প্রতিদিন প্রায় ৪৫০ জনের জন্য খাবার প্রস্তুত করি। আমাদের সমর্থ অনুযায়ী এখনো একমাস পর্যন্ত দিতে পারবো।
এছাড়া দুপুরে খাবার দিচ্ছেন ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি ১৯৯১ সালের বন্ধুরা। তারাও এই সহযোগিতার হাত বাড়িয়েছেন। এই খাবারের ব্যবস্থাপনায় আছেন আর্স বাংলাদেশ।

 

বৃহত্তর যশোরের এসএসসি ১৯৯১ সালের বন্ধুরা দিচ্ছেন খাবার। আমরা তো আমরাই এই ¯েøাগানে তারা কাজ করে চলেছেন। চলতি মাসের প্রথম দিন থেকে তারা এই কার্যক্রম শুরু করেন। চলবে মাসব্যাপি। প্রথমদিন ৫০ প্যাকেট খাবার দিয়ে শুরু হয় এই কার্যক্রম। তবে এখন থেকে ১৫০ প্যাকেট খাবার প্রস্তুতের কথা ভাবছেন তারা। বন্ধুদের একত্রিত অর্থেই চলছে তাদের সহায়তা কার্যক্রম।

 

সকল ব্যবস্থাপনার কাজও তারা বন্ধুরা মিলেই করছেন। রাতের খাবার দিচ্ছেন তারা।

 

এসএসসি ৯১ ব্যাচের বন্ধু সুজন দত্ত লাল্টু বলেন, আমরা করোনাকালে মানুষের সহায়তা করতে উৎসাহি ছিলাম। তখন দেখলাম হাসপাতালে অনেকে না খেয়ে দিন পার করছেন। আমরা নয়জন বন্ধু মিলে সিদ্ধান্ত নেই তাদের খাবার দিয়ে সহযোগিতা করার। কার্যক্রম শুরু করার পর এখন আমাদের বন্ধুর সংখ্যা প্রায় ২০০ জন। আমরা মাসজুড়ে এই কার্যক্রম চালিয়ে যাবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com