বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

নোবিপ্রবিতে মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিভাগের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ০ বার
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ ও মেরিন সায়েন্স বিভাগের আয়োজনে “Spatiotemporal Pattern of Fish Migration in Coastal Ecosystems of Bangladesh” শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিভাগের অধ্যাপক ড.রাকেব-উল-ইসলাম এর তত্বাবধানে  আয়োজিত এই সেমিনারেগবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে।
সেমিনারের স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক  ড. মেহেদী মাহমুদুল হাসান।
সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব গ্লাসগো (University of Glasgow)-এর সিনিয়র লেকচারার ও মেরিন ইকোলজি (Marine Ecology) বিশেষজ্ঞ ড. নীল বার্নস।
ফিশারিজ ও মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মেহেদী মাহমুদুল হাসান বলেন—“উপকূলীয় অঞ্চলে মাছের পরিব্রজন শুধু জৈবিক বা প্রাকৃতিক ইস্যু নয়, এটি আমাদের অর্থনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। এই ধরনের গবেষণামূলক আয়োজন শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করবে এবং আমাদের আন্তর্জাতিক মানে উন্নীত হতে সহায়ক হবে।”
মূল প্রবন্ধে ড. নীল বার্নস বাংলাদেশের উপকূলীয় বাস্তুতন্ত্রে মাছের চলাচলের সময় ও স্থানভিত্তিক প্রবণতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পরিবেশগত ভারসাম্যের ওপর আলোকপাত করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল বলেন—“আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের শিক্ষকরা গবেষণা তহবিল আহরণে সম্পূর্ণরূপে সক্ষম। এটি শুধু বিশ্ববিদ্যালয়ের কার্যকারিতা বৃদ্ধিতে সহায়তা করবে না, বরং তাঁদের ব্যক্তিগত পেশাগত অগ্রগতির পথও সুগম করবে।
যদিও এই ধরনের শর্ত বাস্তবায়ন চ্যালেঞ্জিং হতে পারে, তবে আমাদের নিজ বিশ্ববিদ্যালয় থেকেই এর সূচনা হয়েছে। আমরা আশাবাদী—আমরা পারব, পরিবর্তন আনতে পারব, গ্রহণ করতে পারব এবং নেতৃত্ব দিতে পারব।
ভবিষ্যতে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের সহযোগিতা আরও দৃঢ় হবে, পাশাপাশি দেশের সরকারি ও বেসরকারি গবেষণা সংস্থাগুলোর সঙ্গেও কার্যকর সমন্বয় গড়ে উঠবে।”
সেমিনার শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com