সামোয়ার এই নির্জন দ্বীপে এক শিশুকে আমি খুঁজে পেয়েছি—যে কখনোই তার বাবাকে দেখেনি, জানেও না কে তার বাবা। কুমারী মায়ের ভুলের ফসল—সামোয়ার সমাজে এমন ঘটনা দুঃখজনক হলেও খুব একটা বিরল নয়। তবু এই শিশুটির গল্প যেন ভিন্ন।
তার নাম মলিলি, বয়স ১২, তার পিতা এই সামোয়া দ্বীপেরই কোন এক লোক হবে। জন্মের ছয় মাস পরই মা তাকে রেখে দ্বিতীয় বিয়ের পর চলে গেছে সাবাই দ্বীপে। তখন থেকে সে বড় হয়েছে তার ‘খালাতো নানার’ ঘরে—একজন অভিজাত পরিবারের সদস্য, যাদের আসল ঠিকানা নিউ জিল্যান্ড। আমি সামোয়ার সালিমোআ নামের গ্রামে সেই নানার বাংলোতে কিছুদিন ছিলাম। যেদিন তার ছোট মাসি সুন্দরী লিলি আমার সঙ্গী হতে পারতো না, সেদিন আমি মলিলিকেই ‘হাওলাত’ করে ঘুরতে নিয়ে যেতাম।
সেই সময়গুলো—শুধু আমার জন্য নয়, হয়তো মলিলির জীবনেও এক বিরল আনন্দের দিন ছিল।
আমি তাকে নিয়ে হোটেল শেরাটনে খেতে নিয়ে গিয়েছিলাম, বিখ্যাত রিসোর্ট তামাসিনেতে তাকে ডিনার করিয়েছিলাম। শপিং মলের দোকান থেকে ছোট ছোট জিনিস কিনে দিয়েছি। লক্ষ্য করতাম—ছেলেটি ছলছল চোখে চুপ করে আমার মুখের দিকেই তাকিয়ে থাকে। হয়তো সে আমার মাঝে খুঁজে ফিরছিল একটা ‘ফাদার ফিগার’—একটা পিতার মতো স্নেহ।
আজ যখন সামোয়া দ্বীপ সফর শেষে দেশে ফিরেছি, তখন ওর বড় মাসী হানা (বড় পুলিশ অফিসার) শুনলাম—সে সেই ঘরে গিয়েছিল, যেখানে আমি থাকতাম। গিয়েই শুন্য ঘর দেখে কেঁদেছে অঝোরে। আমি স্তব্ধ হয়ে গিয়েছি ওর মাসির ম্যাসেজ পেয়ে।
শুধু সেই ছেলেটি নয়, আমার জন্মদেশের এক লোকের ৩ মাসের ফেলে আসা ১২ বছর বয়সী একটি মেয়েকেও আমি এই দ্বীপে খুঁজে পেয়েছি, যার জীবনেও একই শূন্যতা—বাবা কে, জানে না। জন্মদেশী সেই শিশু মেয়েটি এখন স্কুলে পড়ে, তার ভারতীয় একটি নাচ এবং কিছু কথা আমি ধারণ করেছি আমার ভক্তদের জন্য। খুব শিগগির তা প্রকাশ করব।
মলিলির ছোট মাসি সুঠামদেহী সুন্দরী লিলি একজন স্কুল শিক্ষিকা—আমার জন্যে সে কয়েকদিন স্কুল বাদ দিয়ে আমাকে পুরো দ্বীপ ঘুরিয়ে দেখিয়েছে। আর সেই সময়, ফাঁকা দিনে, মলিলি হয়ে উঠেছিল আমার গাইড, অনুবাদক আর এক অনন্য সঙ্গী।
শুনেছি, ভালোবাসা জন্মাতে সময় লাগে না—এই সফরে আমি তার সবচেয়ে গভীর অভিজ্ঞতা পেয়েছি। আমি যখন শিশুদের সঙ্গে মিশি, আমিও শিশু হয়ে যাই। জাত, ধর্ম, বর্ণ পেরিয়ে মানুষের প্রতি মানুষের ভালোবাসা কতটা অকৃত্রিম হতে পারে, তা আবারও উপলব্ধি করলাম।
মলিলির চোখে আমার প্রতি যে নিঃশব্দ ভালোবাসা আমি দেখেছি, তা আমার নিজের চোখকেও অশ্রুসিক্ত করেছে।
শুনেছি, খুব শিগগিরই মলিলি চলে যাবে নিউজিল্যান্ডে, তার আসল নানীর কাছে। আমি সিদ্ধান্ত নিয়েছি—কমপক্ষে তার জন্য হলেও আমি পুনরায় নিউজিল্যান্ড যাব, তাকে আবারও দেখে আসব। ওকে কথা দিয়েছি এবার খ্রিস্টমাসে আমি ওকে একটি নুতন আইফোন কিনে দেব।
আপনাদের কাছে একটাই অনুরোধ—এই পিতা-বঞ্চিত ছেলে শিশুটির জন্য দোয়া করবেন। আমার জন্মদেশী সেই ‘বাবা’টিকে কেউ খুঁজে পেলে জানাবেন যে তার মেয়েটি এখন ১২ বছরে পড়েছে। জন্মদেশি লোকটি বৃহত্তর যশোরের, ২০১৩তে সামোয়া দ্বীপ ছেড়ে চলে যায়।
যাদের বাবা নেই, তারাই জানে—বাবার ভালোবাসা কতটা অমূল্য, আর সেই অভাব কতটা গভীরভাবে হৃদয়ে বাজে।
লেখা: সংগৃহীত
https://www.facebook.com/share/p/16awHShZbn/