পদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনায় উপস্থিত কর্মকর্তা ও কর্মচারী সকলের চোখ ছিলো অশ্রুসিক্ত। সেই অশ্রুসিক্ত নয়নে বরিশালের আগৈলঝাড়া উপজেলার চৌকস নির্বাহী অফিসার ফারিহা তানজিনকে বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
দীর্ঘদিন একসাথে কাজ করা কর্মকর্তাদের কাছ থেকে অশ্রুসিক্ত বিদায়ী সংবর্ধনা পেয়ে অনেকটা আপ্লুত হয়ে পরেছিলেন সংবর্ধিত উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমানে এসিডি হিসেবে পদোন্নতী পাওয়া চৌকস নারী কর্মকর্তা ফারিহা তানজিন।
উপজেলা পরিষদের সভাকক্ষে অফিসার্স ক্লাবের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, কৃষি কর্মকর্তা পিজুষ রায়, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালাসহ অন্যান্যরা।
Get started instantly—earn on every referral you make! https://shorturl.fm/I4JU2
Monetize your traffic with our affiliate program—sign up now! https://shorturl.fm/LMBRL
Turn your traffic into cash—join our affiliate program! https://shorturl.fm/pAhIv