তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে জনগনের ক্ষমতা জনগনের নিকট ফিরিয়ে দেয়ার আহবান জানিয়ে বলেছেন, অর্ন্তবর্তী কালীন সরকার স্থায়ী নয়, জনগন নির্বাচিত সরকার চায়।
তিনি বলেন সংস্কার প্রয়োজন তবে সব সংস্কার করে দেয়ার জন্য এই সরকার নয়।
কেন ডিসেম্বরর মধ্যে নির্বাচন নয় সে প্রশ্ন রেখে তিনি বলেন কোন কোন দলকে সংগঠিত ও কোন দলের অন্যের সঙ্গে ঐক্যের জন্য সময় দরকার, আর এই কারণে জনগন সময় দিতে রাজী নয়।
তিনি শনিবার বিকালে বগুড়ায় সেন্ট্রাল হাই স্কুল মাঠে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই তারুণ্যের সমাবেশের দুই বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে তরুনার অংশ নেন।
এতে বগুড়া শহরের প্রধান কেন্দ্রস্থল এলাকা তারুণের জোয়ারে পরিপুর্ণ হয়ে সমাবেশ স্থল ও আশেপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে।
বৈরী আবহাওয়ার মধ্যেও সমাবেশস্থল ছিলো পুর্ণ। প্রধান অতিথি বর্তমান অর্ন্তবতী সরকারের দায়িত্বে কথা স্বরণ করিয়ে দিয়ে বলেন তাদের নির্দিষ্ট দাযিত্ব পালন করে চলে যেতে হবে। অবাধ ও স্ুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার করার প্রয়োজন তার করে জনগনের হাতে ক্ষমতা হস্তান্তরের তাগিদ দিয়ে তিনি বলেন জনগনের ক্ষমতা জনগনের নিকট ফিরিয়ে দিতে হবে।
কোন কোন দলকে সংগঠিত বা কোন দলের অন্যর সঙ্গে ঐক্যর জন্য সময় দরকার এ কারণে নির্বাচন কি নির্বাচন অপেক্ষা করা হবে সে প্রশ্ন রেখে বলেন জনগন এ কারণে সময় দিতে রাজী নয়।
তিনি বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গনতন্ত্রের জন্য ফ্যাসীবাদী সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের মাধ্যমে অবিরাম লড়াই হয়েছে। জুলাই আগষ্টের গনঅভ্যুত্থানের ফ্যাসিবাদের পলায়নের পর বাংলাদেশ আবার নতুন দ্বারপ্রান্তে উপনীত হয়েছে।
তবে এই সম্ভাবনা নসাৎ করার নানা চক্রান্ত চলছে। তিনি বলেন বাংলাদেশের মানুষ ফ্যাসীবাদের পতন এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করে এক দফার একাংশ পুরণ করেছে।
আরেকটি অংশ এখনো অর্জিত হয়নি।গনতন্ত্র ফিরিয়ে আনা এবং জনগনকে তাদের অধিকার ফিরিয়ে দেয়া এখন প্রধান কাজ। জনগনের কাছে দায়বদ্ধ সরকার ফিরিয়ে দেয়াও প্রধান কাজ।
তিনি বলেন ফ্যাসীবাদী সরকার রাজনৈতিক দল থেকে সকল প্রতিষ্ঠান ধংস করেছে। এসকল প্রতিষ্ঠান পুর্নগঠনের জন্য সকলের সঙ্গে আলোচনা করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রীয় কাঠামো মেরামতে ৩১ দফার রুপ রেখা দিয়েছেন।
সমাবেশে বিশেষ অতিথি বক্তব্যে বিএনপি’র যুগ্ম মহানচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের কথা বললেই উপদেষ্টার ক্ষুব্ধ হন। নির্বাচন চাওয়া যেন অপরাধ।
তিনি উপদেষ্টাদের ইঙ্গিত করে বলেন আপনার বৈশাখ জ্যেষ্ঠ মাসে গনতন্ত্রের জন্য হাসিনার বিরুদ্ধে মিছিল করেছেন। এখন মনে হচ্ছে নির্বাচন চাওয়া মহাপাপ। নির্বাচন চাওয়া, দেশের ভিতর দিয়ে করিডোর দেয়া, চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেয়ার বিরুদ্ধে যেন কথা বলা যাবে না। প্রশ্ন করলে তারা রাগন্বিত হন।
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, বিশেষ বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।