রবিবার, ১৮ মে ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

সোনাদিয়ায় গড়ে উঠা অবৈধ চিংড়ি ঘোনায় অভিযান ‍: ৩ স্থাপনা উচ্ছেদ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৫ বার

মহেশখালীর সোনাদিয়া দ্বীপে অবৈধভাবে গড়ে ওঠা চিংড়ি ঘোনার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়েছে।

১৭মে ( সোমবার) এ অভিযানে অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, মহেশখালী থানা পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা।

অভিযানে ঘটিভাঙা এলাকায় তিনটি অবৈধ চিংড়ি ঘোনা ও একটি সুইচগেট গুঁড়িয়ে দেওয়া হয়।

তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দখলদার ও শ্রমিকরা পালিয়ে যায়। অভিযান চলাকালে একটি গামবোট, একটি মোটরসাইকেল, একটি সোলার প্যানেল ও ধারালো দা জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হেদায়েত উল্লাহ জানান, বিচ্ছিন্ন সোনাদিয়া দ্বীপে পরিবেশবিনাশী অবৈধ দখল রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এটি আদালতের নির্দেশনা অনুযায়ী বাস্তবায়িত হয়েছে। বন বিভাগকে মামলার জন্য অনুরোধ জানানো হয়েছে। অভিযানে অংশ নেওয়া বাংলাদেশ নৌবাহিনীর এক কর্মকর্তা বলেন, আমরা সোনাদিয়ার মতো পরিবেশ সংবেদনশীল এলাকায় দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। জাতীয় স্বার্থে বনাঞ্চল রক্ষা ও জলজ সম্পদের টিকিয়ে রাখতে নিয়মিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে।

সোনাদিয়া এলাকার বাসিন্দা আবু তাহের বলেন, চিংড়ি ঘোনা করার জন্য বন কেটে ফেলা হচ্ছে। এতে মাছ, কাঁকড়া আর পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এই অভিযান আমাদের জন্য আশার আলো।

স্থানীয় আরেক কৃষক রুহুল আমিন বলেন, “এই দ্বীপ আমাদের বাপ-দাদার ভিটা। অবৈধ দখলদারদের কারণে আমরা জমিতে যেতে পারি না। প্রশাসনের অভিযান চালানোটা খুবই দরকার ছিল।” প্রসঙ্গত, সোনাদিয়া দ্বীপ মহেশখালীর মূল ভূখণ্ড থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে।

জোয়ারের সময় ছাড়া সেখানে যাতায়াত অত্যন্ত দুরূহ হওয়ায় নিয়মিত অভিযান চালানো সম্ভব নয়। দাবি উঠেছে, সোনাদিয়া দ্বীপে একটি স্থায়ী বিট অফিস স্থাপন করে বন রক্ষা ও দখল প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com