মেঘনা নদীর জেলার হিজলা উপজেলার মেমানিয়ার দুর্গাপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৪ ড্রাম ভর্তি গলদা রেণু পোনা জব্দ করা হয়েছে।
আজ শনিবার (১৭ মে) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, ওইদিন ভোরে কোস্টগার্ড হিজলা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার আবুল কালাম আজাদের সহযোগিতায় অভিযান চালিয়ে একটি ট্রলারসহ গলদা চিংড়ির প্রায় ৫০ লাখ ১০ হাজার রেণু পোনা জব্দ করা হয়।
যার আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা। মোহাম্মদ আলম বলেন, জব্দের পর রেণুগুলো মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি জব্দ ট্রলারটি নিলামে বিক্রির জন্য রাখা হয়েছে।