শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০২:২১ অপরাহ্ন

দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩৭ বার

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। যে কোনো সিদ্ধান্ত কমিশনের সকল সদস্য মিলে নেয়া হয়।

একক কোনো সিদ্ধান্ত নেয়া হয় না। সিইসি আরো বলেন, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ইশরাক হোসেনকে শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই।

আজ সোমবার সকাল ১০ টায় ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে ‘ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিকের সভাপতিত্বে চার জেলার জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, আমরা সারাদেশের নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতার জন্য শপথ করিয়েছি। রমজানের প্রথম দিনে তাঁরা হাত তুলে শপথ করেছেন কারো দ্বারা তাঁরা প্রভাবিত হবেন না।

সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন কানুন মেনে তাঁরা নির্বাচন পরিচালনা করবেন।

অতিতে যা হয়েছে তার পূনরাবৃত্তি যেন না হয়, সেটাই আমাদের লক্ষ্য এবং আমাদের কর্মকর্তারা সে লক্ষ্যেই প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যেটা নিয়ে রাজনৈতিকভাবে বিতর্ক চলে, সেটা নিয়ে আমরা কথা বলতে চাই না। আমরা অত্যন্ত সচেতনভাবে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্ঠা করছি।

এজন্য অনেকেই আমাদের উপর মন খারাপ করেছে। সংস্কার কমিশনের সুপারিশগুলো আমরা মানছি না বলে অনেকেই আমাদের দায়ী করছেন।

আমাদের বড় ক্রাইটেরিয়া হচ্ছে, যে সমস্ত সুপারিশের সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে, সেগুলো আমরা সতর্কভাবে পরিহার করছি।

তিনি বলেন, একটি বিশেষ রাজনৈতিক দলের বিষয়ে কথাবার্তা হয়, এটা রাজনৈতিকভাবে ফয়সালা হোক। ফয়শালা হলে আমরা সিদ্ধান্ত নেবো। এছাড়া আমরা ওইসব ব্যাপারে জড়িত হতে চাই না।

নির্বাচন অনুষ্ঠান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নেই। সেইদিন আর ফিরে আসবে বলে মনে হয় না, অন্তত; যতদিন আমরা আছি। আমি যতদিন আছি এই অপবাদ নিয়ে মরতে চাই না। আঠারো কোটি মানুষের দায় নিয়ে আমি মরতে চাই না।

যা করবো সহি নিয়তে, সঠিকভাবে আইনকানুন মেনে করবো। বিবেকের সায় নিয়ে নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছি এবং করবো ইনশাল্লাহ।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে কাউকে খুশি করার জন্য আমরা কাজ করছি না।

যে কোনো সিদ্ধান্ত কমিশনের সকল সদস্য মিলে নেয়া হয়। একক কোন সিদ্ধান্ত নেয়া হয় না। যেহেতু দক্ষ প্রশাসন আছে, প্রশাসনকে জড়িত করে আমরা যৌথভাবে সিদ্ধান্ত নেবো।

নির্বাচন কমিশনার আরো বলেন, সিইসি সম্পূর্ণভাবে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান, নিরপেক্ষ আছে এবং নিরপেক্ষ থাকবে। এখানে কোনো ধরণের প্রভাব এবং চাপের কাছে আমরা মাথা নত করবো না।

আপনাদের সহযোগিতায় আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা কাজ করছি এবং করে যাবো ইনশাল্লাহ।

ঢাকা দক্ষিণ সিটি মেয়রকে নির্বাচিত করার প্রশ্নে সিইসি বলেন, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ইশরাক হোসেনকে শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের।

এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। নির্বাচন কমিশন আদালতের নির্দেশনা পালন করে গ্যাজেট প্রকাশ করেছে। আদালত দশ দিনের ভেতরে করতে বলেছিল আদালতের বাধবাধকতা মেনে দশম দিনের মধ্যে আমরা করেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com