সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
৮ দফা দাবিতে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ জুলাই অভ্যুত্থান : “এক শহীদ এক বৃক্ষ” কর্মসূচীর উদ্বোধণ যুবসমাজকে রক্ষায় সম্মিলিত উদ্যোগ নিতে হবে; বরিশালে গোলটেবিল বৈঠকে বক্তারা নোবিপ্রবিতে উন্নয়নের নামে গাছ কাটায় শিক্ষার্থীদের ক্ষোভ, ঝুলে আছে একাডেমিক ভবন প্রকল্প আন্দোলনের সাহসী তিন শিক্ষক অন্যের স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক : কাউনিয়া থানার দারোগাবাবু ক্লোজড ভারত থেকে শেখ হাসিনা তার লোকজনকে নির্দেশ দিয়েছে এনসিপির নেতাকর্মীদের যেকোনো মূল্যে গোপালগঞ্জে যেতে দেয়া যাবে না-রিজভী যুক্তরাষ্ট্রে পিএইচডি সুযোগ—মনিকে সংবর্ধনা দিল হাবিপ্রবির রসায়ন সমিতি বরিশালে এনসিপির বিক্ষোভ নোবিপ্রবিতে মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিভাগের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

শিবচরে যুবকের রহস্যজনক মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩৬ বার

মাদারীপুরের শিবচরে হাসান উজ্জামান প্রিন্স (৪২)  নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

গলায় ফাঁস দেয়া অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করলেও  ফাঁসির বিষয়টি নিয়ে রয়েছে ধোঁয়াশা।

সোমবার সকাল ১১ টায় শিবচর পৌর শহরের ১ নং ওয়ার্ডের গুয়াতলা এলাকার নাসরিন আক্তার মায়ার মালিকানাধীন ভবনের চতুর্থ তলার ভাড়া বাসা থেকে  গলায় ফাঁস দেয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত প্রিন্স, শিবচর উপজেলার চরশ্যামাইল গ্রামের মৃত হাজী আবুল কাশেম চাঁনমিয়ার ছেলে।

পুলিশও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, হাসান উজ্জামান প্রিন্স একসময় প্রবাসে ছিলেন। প্রবাস থেকে এসে শিবচর বাজারে নিজেদের কাপড়ের দোকান রয়েছে।

সেই দোকান ‘প্রিন্স’ নিজেই নিয়মিত পরিচালনা করতেন।  তবে প্রিন্সের প্রথম স্ত্রী সাথে বিভোর্স হওয়ার পরে  একাধিক বিয়ে করলেও স্ত্রীদের সাথে সংসার করা হয়ে ওঠেনি ,কোন না কোন কারণে সংসার ভেঙেছে তার ।

এদিকে তার রোজা নামের ৪ বছরের এক মেয়ে ও রাইয়ান নামে ৮ বছরের এক ছেলে রয়েছে। ছেলেমেয়েদের পড়ালেখার জন্য গেল সালের ডিসেম্বর মাসে শিবচর পৌর শহরের হাতির বাগান মাঠের কোনায় পৌর নাসরিন আক্তার মায়ার মালিকানাধীন ভবনের চতুর্থ তলার বাসা ভাড়া নেন। তবে আজ থেকে চার পাঁচ দিন আগে থেকেই ছেলেমেয়েরা দুজনেই তার দাদা বাড়ি চরশ্যামাইল গ্রামের ছিল।

এদিকে প্রতিদিনের মতো কাজের বুয়া রিমু আক্তারও আজ সকালে ১১ টার দিকে প্রিন্সের বাসায় আসেন।

এসে দেখেন ভিতর থেকে  দরজা লাগানো। তখনই বাড়ীয়ালিসহ আশেপাশের লোকজনকে তিনি ডেকে আনেন। এবং উপস্থিত সবার সাথে ঘরের ভিতরে গিয়ে দেখেন ফ্যানের সাথে প্রিন্সের লাশ ঝুলে আছে।   এরপরে পুলিশ কে খবর দিলে শিবচর থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর প্রেরণ করে।

মরদেহটি  উদ্ধারের সময় দেখা যায় লাশের গলায় একটি টি-শার্ট পেঁচানো, টি-শার্টের উপরে রশি। লাশটির জিহ্বার কোন অংশ বের হয়নি। এছাড়াও বিভিন্ন আলামত দেখে  পুলিশের ফাঁসির বিষয়টি নিয়ে সন্দেহ হয়।

এ বিষয়ে নিহতের মামা হাজী সাইদুজ্জামান নাসিম বলেন, আমার ভাগিনার তেমন কোন শত্রু ছিল না আমাদের জানামতে। এটি হত্যা না আত্মহত্যা এটাও আমরা বলতে পারছি না, তবে আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে সঠিক সত্যঘটনায় উদঘাটন হোক।

এ বিষয়ে শিবচর থানার ওসি মোঃ রতন শেখ বলেন, গলায় ফাঁসি দেওয়া এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ফাঁসির বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। কেননা ফাঁসির দড়ির ভিতরে আরেকটি টি-শার্ট পেঁচানো ছিল গলায়। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন।  আমরা অধিকতর তদন্ত করছি এটি হত্যা নাট্য হত্যা মনে তদন্ত রিপোর্ট আসলেই পরিষ্কার হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com