বরিশালের আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে এক সন্তানের জনন।
ঘটনাটি ঘটেছে উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সেরাল গ্রামের গুচ্ছ গ্রামে। ধষির্তার মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সেরাল গুচ্ছ গ্রামে পঞ্চম শ্রেনীর এক স্কুল ছাত্রী (১৩) কে ১৬ এপ্রিল দুপুরে ঘরে একা পেয়ে একই এলাকার মতিউর সন্যামতের বখাটে ছেলে সুমন সন্যামত জোর পূর্বক ধর্ষণ করে। পরে ওই ছাত্রী কিছুটা অসুস্থ হয়ে পরলে ঘটনাটি তার মাকে বলে দেন।
১৬ এপ্রিল রাতে ধর্ষিতার মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় সুমন সন্যামতকে আসামী করে নারী ও শিশু নিযার্তন দমন আইনে মামলা দায়ের করেন, যার নং-৯। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে প্রেরন করা হয়েছে।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম ধর্ষনের মামলার সত্যাতা স্বীকার করে বলেন, ধর্ষককে গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলমান রয়েছে।
ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।