আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল নগরীর কাউনিয়ায় হাউজিং এলাকায় দুই বন্ধু কে কুপিয়ে আহত করার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
নিহতের নাম সুরুজ গাজি। আহতর নাম নয়ন হাওলাদার। তিনি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কাউনিয়া হাউজিং এলাকার মৃত কাঞ্চন গাজীর পুত্র সুরুজ হাওলাদার।
স্থানীয়রা জানান, অই এলাকার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন ওরফে শাবানা শাহীন ও তার ছেলেদের সাথে বেশ কিছু দিন যাবত আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে আজ সন্ধ্যার পর কথা কাটাকাটি হয়।
স্থানীয় তিন নাম্বার ওয়ার্ড বিএনপির সদস্য সচিব শহিদুল হাওলাদার সহ সিনিয়ররা তাদের থামানোর চেষ্টা করে। কিন্তু সাবানা শাহিন ও তার তিন ছেলে ইমরান, লিমন, লিয়ন সহ বনাই মজলু ও কয়েকজন নিষেধ উপেক্ষা করে এলোপাতাড়ি তাদের কুপিয়ে আহত করে। পরে নয়ন হাওলাদার এবং সুরুজ গাজীকে শরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সুরুজ গাজীর মৃত্যু হয়। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল নিশাত জানান, ঘটনা তারা শুনেছেন।
আসামী গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে। এদিকে ঘটনার পরপরই রহস্যজনকভাবে সাবান শাহিনের বাড়িতে অগ্নি কান্ডের ঘটনা ঘটে।