শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
খ্যাতিমান কৃষিবিদ ইয়াসিন আলীর ১৯ তম মৃত্যুবার্ষিকী আজ হাসনাত আব্দুল্লাহর আশীর্বাদ পুষ্ট ইউএনও ফারিহা তানজিনের অপসারনের দাবীতে আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল বরিশালে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৮৪ হাজার ৩০৩ পরীক্ষার্থী বরিশালে জাটকা বিরোধী অভিযানে হামলা : কোস্টগার্ডের সদস্য আহত : ফাঁকা গুলি বর্ষণ গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে উত্তাল বরিশাল শরীয়তপুরের বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার শেষ আর শুরু, সন্তোষ আর আক্ষেপের মধ্যস্থতায় হাবিপ্রবি শিক্ষার্থীরা বরিশালে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার নানা সংকটেও ঈদের ছুটির ৯ দিনে মা ও শিশু কল্যান কেন্দ্রে জন্ম নিয়েছে ১১৩ শিশু বরিশালে সিন্ডিকেটের দৌরাত্ম্যে ভাড়া নৈরাজ্যের অভিযোগ; কর্মস্থলগামী যাত্রীদের দুর্ভোগ

আমির খান ম্যানিব্যাগ ছাড়াই ঘুরতে বেরিয়ে যান

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২৬ বার

আমির খান ও মাধবনের পর্দার রসায়ন শুরু হয়েছিল ‘রং দে বসন্তী’ ছবিতেই। তা নিয়ে অবশ্য হইচই শুরু হয়ে গিয়েছিল ‘থ্রি ইডিয়টস’-এর পর। পর্দার বাইরেও এই দুই তারকার দারুণ বন্ধুত্ব! তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিরের একটি স্বভাবের জন্য তাঁকে খানিক কটাক্ষই করে বসলেন মাধবন। ওটিটিতে মুক্তি পেয়েছে মাধবনের নতুন ছবি ‘হিসাব বরাবর’। সে ছবির প্রচারে আমির প্রসঙ্গে কথা বলেন এই দক্ষিণি অভিনেতা। খবর হিন্দুস্তান টাইমসের

আমির খানের স্বভাব, তিনি মাঝেমধ্যেই মানিব্যাগ ছাড়া ঘুরতে বেরিয়ে পড়েন। মাধবনকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁরও কি সেই স্বভাব রয়েছে নাকি?

‘থ্রি ইডিয়টস’-এর দৃশ্য। আইএমডিবি
‘থ্রি ইডিয়টস’-এর দৃশ্য। আইএমডিবি

শোনামাত্রই ‘ম্যাডি’র জবাব, ‘না, একদম না। আমি আমিরের মতো অতটা বাড়াবাড়ি করি না। আমির এসব করতে পারে কারণ ও এত বড় তারকা বলেই। সে নিজের মানিব্যাগ না নিলেও তার আশপাশে যারা থাকে, তারা টাকা দিয়ে দেয়। এমন নয় যে আমির তাদের পরে সেসব টাকা ফেরত দেয় না; অবশ্যই দেয়। তবে আমি একা যাতায়াত করতেই বেশি পছন্দ করি। দলবল নিয়ে হাঁটা একেবারেই পছন্দ নয় আমার। একা থাকলে মানুষের সঙ্গে আরও বেশি কথা বলতে পারব, তাদের আরও মন দিয়ে লক্ষ করতে পারব।’

সিনেমার নাম যখন ‘হিসাব বরারব’, আলাপে তাই উঠে আসে খরচ প্রসঙ্গও। খরচ করা নিয়ে মাধবন জানান, তিনি যদিও সব সময় মেপে খরচ করায় বিশ্বাসী নন, তবু একটা সীমারেখা টেনে দেন।

‘হিসাব বরাবর’ ছবিতে মাধবন। আইএমডিবি
‘হিসাব বরাবর’ ছবিতে মাধবন। আইএমডিবি

উদাহরণস্বরূপ তিনি বলে ওঠেন, ‘ধরুন, আমার একটি নামি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি কিনতে ইচ্ছা করল অথচ হিসাব করে দেখলাম, তা কিনতে গেলে আমার বাজেটের বাইরে চলে যাবে। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত বদলে ফেলি, কিনি না গাড়িটা। অর্থাৎ যতটুকু সাধ্য, ততটুকুই সাধ হোক, এতেই বিশ্বাসী আমি।’

এদিকে সাম্প্রতিক আরেক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন তাঁর নতুন সিনেমার খবর। ‘লাল সিং চাড্ডা’ মুক্তির পর থেকেই অধীর আগ্রহে অপেক্ষায় ভক্তরা। কবে মুক্তি পাবে আমির খানের পরবর্তী সিনেমা। কানাঘুষো শোনা গিয়েছিল, ‘তারে জামিন পর’-এর পর মুক্তি পেতে চলেছে আমির অভিনীত ‘সিতারে জমিন পর’।

অভিনেতার মুখেও একাধিকবার সে কথা শোনা গেলেও কবে মুক্তি পাবে ছবি, তা নিয়েও ছিল নানা ধোঁয়াশা। এবার অভিনেতা নিজেই জানিয়েছেন ‘সিতারে জমিন পর’-এর মুক্তির দিনক্ষণ। চলতি বছরের শেষের দিকে, অর্থাৎ বড়দিন উপলক্ষে মুক্তি পেতে পারে আমির অভিনীত বহু প্রতীক্ষিত এ সিনেমা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com