বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ইতোমধ্যে ৭ সদস্যের বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমটির প্রধান করা হয়েছে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড: ইমরুল কায়েস কে।
সন্ধ্যায় এ বিষয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার এস এম মনিরুজ্জামান বলেন যে ইতিমধ্যেই সকল রোগীদের হাসপাতালের পুরনো ভবনের নিচ তলায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
আগামী তিন দিন হাসপাতালটির মেডিসিন বিভাগে সকল ধরনের ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে।
ভর্তি কার্যক্রম স্থানান্তর করা হয়েছে বরিশাল সদর জেনারেল হাসপাতালে। বর্তমানে নতুন পাঁচ তলা বিশিষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চলমান রয়েছে।